ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রতারক এমএলএম

এ ওয়ান কোম্পানি হাতিয়ে নিয়েছে ৫০ কোটি টাকা

প্রকাশিত: ২১:৩২, ৮ সেপ্টেম্বর ২০২০

এ ওয়ান কোম্পানি হাতিয়ে নিয়েছে ৫০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার ॥ রাাজধানীর মতিঝিলে এ-ওয়ান বাজার লিমিটেড নামে একটি প্রতারক এমএলএম কোম্পানিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে মতিঝিলের ১ নম্বর আর কে মিশনের ইত্তেফাক ভবনের পঞ্চম তলায় শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে এমএলএম ব্যবসা পরিচালনা করছে। ইতোমধ্যে তারা ঢাকায় বেশ কয়েকটি অফিস করে ৩০ হাজার গ্রাহকের কাছ থেকে অবৈধভাবে কমপক্ষে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা বড় ধরনের প্রতারক প্রতিষ্ঠান। এর কোন অনুমোদন ছিলনা। রাজধানীসহ সারাদেশে ছিল তাদের নেটওয়ার্ক। অভিযানে যাদের আটক করা হয় তারা হলো- প্রতিষ্ঠানটির এমডি নুুরুল ইসলাম, পরিচালক ফেরদৌস খান, রেজাউল করিম মিন্টু, আবুল কালাম আজাদ, আসাদুল্লাহ দেওয়ান, আবদুস সাত্তার, আজিজ খন্দকার ও সাহাব উদ্দিন।
×