ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উন্নত মেডিক্যাল সেন্টার হচ্ছে জবিতে

প্রকাশিত: ২৩:১৫, ১ সেপ্টেম্বর ২০২০

উন্নত মেডিক্যাল সেন্টার হচ্ছে জবিতে

জবি সংবাদদাতা ॥ করোনাভাইরাসের মহামারীর প্রেক্ষাপটে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে উন্নত মেডিক্যাল সেন্টার স্থাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় রফিক ভবনের নিচতলায় প্যাথলজিক্যাল সেন্টারসহ পুরুষ ও নারী রোগীর জন্য দুটি আলাদা ওয়ার্ডের মেডিক্যাল সেন্টার স্থাপন করা হবে। এখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেয়া হবে। সেপ্টেম্বরে আরও দুজন মেডিক্যাল কর্মকর্তা যোগ দেবেন। করোনাকালীন নতুন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আধুনিক মেডিক্যাল সেন্টার স্থাপনের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
×