ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে সুস্থতার হার ৬১.৫৬

প্রকাশিত: ২২:৫৮, ২৫ আগস্ট ২০২০

করোনায় দেশে সুস্থতার হার ৬১.৫৬

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২৪৮৫ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৯৮৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৭৮৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩১ পুরুষ এবং ১১ নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ২১, চট্টগ্রাম বিভাগে ৭, রাজশাহী বিভাগে ৩, খুলনা বিভাগে ৬, বরিশাল বিভাগে এক, রংপুর বিভাগে ২ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৮ জন এবং ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮২০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৭ হাজার ২২৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে এক হাজার ৮৯৭ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৮৪৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৩০ হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৯২১ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৭২৭ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৫ হাজার ২৫৫টি, রোগী ভর্তি রয়েছে ৪১৩৭ জন এবং খালি শয্যার সংখ্যা ১১ হাজার ১১৮টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭০৩৭, রোগী ভর্তি রয়েছে ২১৮০ জন এবং খালি শয্যার সংখ্যা ৪৮৫৭, চট্টগ্রাম মহানরগীতে মোট শয্যার সংখ্যা ৭৮২, ভর্তিকৃত ২০৯ এবং খালি শয্যার সংখ্যা ৫৭৩। আর দেশের অন্য হাসপাতালে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭৪৩৬, ভর্তিকৃত ১৭৪৮ এবং খালি শয্যার সংখ্যা ৫৬৮৮। আর সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৫৪৪টি, ভর্তিকৃত ৩৩৮ এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ২১০। এর মধ্যে আর ঢাকা মহানগরীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩০৬টি, ভর্তিকৃত ২০৭ এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ১০৩। চট্টগ্রাম মহানরগীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩৯, ভর্তিকৃত ২৩ এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ১৬। আর দেশের অন্য হাসপাতালে মোট আইসিইউ শয্যার সংখ্যা ১৯৯, ভর্তিকৃত ১০৮ এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ৯১। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৯২০ জন, যা মোট মৃতের ৪৮ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮৮০ জন, যা মোট মৃতের ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ২৭০ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৭৮ শতাংশ, খুলনা বিভাগে ৩২২ জন, যা মোট মৃতের ৮ শতাংশ, বরিশাল বিভাগে ১৫৫ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৮৯ শতাংশ, সিলেট বিভাগে ১৮৪ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৬২ জন, রংপুর বিভাগে ১৬৭ জন, যা মোট মৃতের ৪ দশমিক ১৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, যা মোট মৃতের ২ দশমিক ১৩ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ আগস্ট পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫৩৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১০৫ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১৯৪৭ জন।
×