ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এ্যান্টিবডি ও টি সেল

প্রকাশিত: ২২:৪৯, ২০ আগস্ট ২০২০

এ্যান্টিবডি ও টি সেল

* গবেষকরা পরীক্ষায় খুব আশাপ্রদ ফল পাচ্ছেন। * গবেষকরা সন্দেহ প্রকাশ করেছিলেন করোনায় রোগীদের শরীরে তৈরি এন্টিবডি কতদিন স্থায়ী হয় তা নিয়ে। * এখন গবেষণায় উঠে আসছে যে অল্প জ্বর ও করোনা আক্রান্তের মাঝে যে ভাবে এ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা বেশ দীর্ঘস্থায়ী। * ইনফেকশনে এ্যান্টিবডি ও ‘মেমোরি টি সেল’ উভয়ই তৈরি হচ্ছে। *এ্যান্টিবডি যদিও পরে কমে যায়, ‘মেমোরি টি সেল’ বেশ সোচ্চার থাকে পরবর্তী করোনা জীবাণু সংক্রমণে। * কোন রোগে টিকা দিলে ব্যাপারটি তাই ঘটে থাকে। * সুতরাং ভ্যাকসিনের ব্যাপারে গবেষকরা বেশ আশাবাদী হয়ে উঠছেন। * তবে করোনা ভাইরাস যেভাবে কাজ করে এবং শরীরে ক্রিয়াপ্রতিক্রিয়া ঘটায়, ভ্যাকসিনও সেভাবে যেন কাজ করে। তবেই তা কার্যকরী হবে। ডাঃ এটিএম রফিকউজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×