ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পল্লবী থানায় বিস্ফোরণ ॥ রিমান্ডে দুজন

প্রকাশিত: ০০:২০, ১৫ আগস্ট ২০২০

পল্লবী থানায় বিস্ফোরণ ॥ রিমান্ডে দুজন

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার জামাল ও এনামুলের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে অস্ত্র মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষ ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া তাদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার দুজনকে আটক করে পুলিশ। ২৯ জুলাই ভোরে পল্লবী থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়। তারা হলেন- ইন্সপেক্টর অপারেশন ইমরান, উপ-পরিদর্শক (এসআই) সজীব খান, শিক্ষানবিস উপ-পরিদর্শক (পিএসআই) রুমি, শিক্ষানবিস উপ-পরিদর্শক (পিএসআই) অঙ্কুশ। এছাড়া রিয়াজ নামে একজন অফিস স্টাফ আহত হন। পুলিশ জানায়, দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটালওয়েট মেশিনের মতো ভারি বস্তুসহ তিন আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের (তদন্ত) কক্ষে ডিজিটালওয়েট মেশিনের মতো দেখতে ভারি বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পল্লবী থানায় বিস্ফোরণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়।
×