ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে প্রবাসী শুভ হত্যার বিচার দাবি

প্রকাশিত: ২৩:৩৪, ১৩ আগস্ট ২০২০

নারায়ণগঞ্জে প্রবাসী শুভ হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার প্রবাসী আহাদ আলম শুভ (৩০) হত্যাকা-ের সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করেছে নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বুধবার দুপুরে নগরীর চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- নিহত শুভর বাবা বশির মিয়া, মা রওশন আরা, বড়ভাই তৈমুর আলম রোকন, মেজভাই তৌহিদ আলম শোকন, বোন ইভাসহ স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নিহতের স্বজনসহ বক্তারা বলেন, শুভকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পথচারী অনেকেই এ হত্যাকা-টি দেখেছেন শুভ ৯ বছর ব্রুনাই ছিলেন। কয়েক মাস আগে সে ছুটি নিয়ে দেশে ফিরে আসে। করোনা পরিস্থিতির কারণে আর সে প্রবাসে যেতে পারেনি। এ পরিস্থিতিতেই আহাদ আলম শুভকে গত ১ আগস্ট ঈদ-উল- আজহার দিন রাত ১০টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের পিতা, মাতা ও এলাকাবাসী এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেছেন। কলাপাড়ায় গাছ থেকে পড়ে দুইজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ আগস্ট ॥ কলাপাড়ায় মহিপুর বন্দরে বেড়িবাঁধের বাইরের বাসিন্দা হামেদ মাদবর (৭৫) গাছ থেকে পড়ে মারা গেছেন। বুধবার দুপুরের দিকে নিজের রেইনট্রি গাছে উঠে ডাল কাটছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। অচেতন অবস্থায় কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের কৃষক নান্না হাওলাদার (৩০) গাছ থেকে পড়ে আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাকালে মঙ্গলবার রাতে মারা গেছেন। স্থানীয়রা জানান, নান্না হাওলাদার ৬ আগস্ট গাছের ডাল কাটার সময় নিচে পড়ে গুরুতর আহত হয়েছিলেন।
×