ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আরোগ্য কামনা

প্রণব মুখার্জীর অবস্থা সঙ্কটাপন্ন

প্রকাশিত: ২২:৫৯, ১২ আগস্ট ২০২০

প্রণব মুখার্জীর অবস্থা সঙ্কটাপন্ন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দিল্লীর ‘দ্য আর্মিস রিসার্চ এ্যান্ড রেফারাল’ (আরএ্যান্ডআর) হাসপাতালে প্রণবের চিকিৎসা চলছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক।’ খবর আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার। এর আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (মুখার্জী) মাথায় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে, তারপর থেকে সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি। মঙ্গলবার সকালে এ কথা জানান প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আগামী ৯৬ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। অস্ত্রোপচারের আগেই তার দেহে বিশ্বময় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছিল। রবিবার রাতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি। এ সময় মাথায় আঘাত পান তিনি। আঘাতে রক্তপাতের ঘটনা না ঘটলেও পরদিন সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়; বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তার। এরপর চিকিৎসকের পরামর্শে দিল্লীর আর্মি হসপিটাল রিসার্চ এ্যান্ড রেফারেলে ভর্তি হন তিনি। এমআরআই স্ক্যানে মাথার ভেতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে চিকিৎসকদের মত। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা। অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই তার কোভিড-১৯ ধরা পড়ে। তারপরও সোমবার রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই ভেন্টিলেশনে আছেন ডায়াবেটিকসের রোগী প্রণব মুখোপাধ্যায়। তার পরিস্থিতির ওপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে রিসার্চ এ্যান্ড রেফারেলে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব পরবর্তী ৯৬ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে। তার পরিবারের অন্য সদস্যদেরও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তাদের ফল নেগেটিভ আসায় চাপের মধ্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন তারা। গত এক সপ্তাহে যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন সোমবার নিজের একই টুইটে পূর্বসতর্কতা হিসেবে তাদের আইসোলেশনে থাকার ও কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানিয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রতœ’ পাওয়া এই রাজনীতিক। ইতোমধ্যে তার সুস্থতা কামনা করে বহু লোক টুইট করেছেন। তাদের মধ্যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের রাহুল গান্ধীর মতো অনেকে রয়েছেন। আরোগ্য কামনা পররাষ্ট্রমন্ত্রীর ॥ এদিকে, বাসস জানায়, গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু । তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জির সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়েছিল। ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সফর ছিল ভারতে। তখন তিনি সস্ত্রীক প্রণব মুখার্জির সরকারী বাসভবনে গিয়ে তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ জানিয়েছিলেন। প্রণব মুখার্জি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি বার্তায় আশা প্রকাশ করেন।’
×