ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ ২৫ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ২৩:৪২, ৯ আগস্ট ২০২০

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ ২৫ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ আগস্ট ॥ নগরকান্দায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত ও ২৫ বাড়িতে হামলা ও ভাংচুর হয়। শুক্রবার বিকেল ও শনিবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আধিপত্য নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাহাবুদ্দিন আহম্মেদের সঙ্গে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ খান আওয়ামী লীগে যোগ দেন। বিরোধে তিনি সাহাবুদ্দিন আহম্মেদের পক্ষ সমর্থন দেয়ায় পক্ষটি শক্তিশালী হয়ে উঠে। নওগাঁয় আহত ৬ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রানীনগরে একটি পুকুরের মালিকানা নিয়ে মারপিটের ঘটনায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের নওগাঁ ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পারইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের মৃত শমসের আলী ম-লের ছেলে ওসমান গং শরিকানা একটি পুকুরের মালিকানা দাবি করে। এতে প্রতিপক্ষ আদমদীঘি উপজেলার তালশন গ্রামের শিবেশ চন্দ্র মৈত্র (ইদুল বাবু) দখল না দিলে ওসমান ম-ল মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। এরইমধ্যে শুক্রবার রাতে পুকুরের দখল নিয়ে ইজারাকৃত পুকুর চাষকারী বেলালের সঙ্গে সংঘর্ষ বাধে।
×