ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নকল সনদ নিয়ে কোন বাংলাদেশী ইতালি যায়নি

প্রকাশিত: ২৩:১৮, ১৭ জুলাই ২০২০

নকল সনদ নিয়ে কোন বাংলাদেশী ইতালি যায়নি

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাপী করোনা তা-বের মাঝে ইতালিতে কোন বাংলাদেশী করোনার ভুয়া সনদ নিয়ে যায়নি। এ বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশীর মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, সম্প্রতি যে ১ হাজার ৬শ’ বাংলাদেশী ইতালি গিয়েছেন তারা করোনার নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে প্রয়োজন হতে পারে এমনটি ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোন নির্দেশনা দেশটির পক্ষ থেকে দেয়া হয়নি। অর্থাৎ এক হাজার ৬শ’ বাংলাদেশীর মধ্যে অল্পসংখ্যক বাংলাদেশী সার্টিফিকেট নিয়ে যান। বাকিরা নেননি। আর যারা নিয়েছেন তারা ভুয়া সার্টিফিকেট নেননি। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশী বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে। উল্লেখ্য, গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশীর মধ্যে ৬৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশীর (প্রায় ৩০ হাজার) করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে শুধু বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১২টি দেশের বিমান সেদেশে প্রবেশ বন্ধ করা হয়েছে।
×