ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনা সংক্রমণ

প্রকাশিত: ২২:৫৫, ১২ জুলাই ২০২০

করোনা সংক্রমণ

* স্পেন সংক্রমিত দেশগুলোর মধ্যে অন্যতম। * কিন্তু সম্প্রতি জনগোষ্ঠীর ওপর পরীক্ষায় দেখা যায় মাত্র ৬ শতাংশের মধ্যে এন্টিবডি গড়ে উঠেছে। * তাহলে এতসংখ্যক মানুষের আক্রমণের পর যদি মাত্র ৬ শতাংশ এন্টিবডি হয় তবে ৮০ শতাংশ মানুষের এন্টিবডি গড়ে উঠার জন্য কত মানুষ সংক্রমিত হতে হবে, কত মানুষের মৃত্যুবরণ করতে হবে। * আবার সন্দেহও জাগছে এই এন্টিবডি কি রক্তে ক্ষণস্থায়ী। * কেউ কেউ বলছে, প্রতি বছর টিকা দেয়া লাগতে পারে অন্য সব ফ্লুর মতন। * তাহলে হার্ড ইমিউনিটি ব্যাপারটা সুদূর পরাহত বিষয়। * তাই এখনও নিশ্চিত নয় আপনার সুরক্ষা। * এখনও ভরসা হাত ধোয়া, সামজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার করে সংক্রমণ না ঘটতে দেয়া। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×