ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাগর কোড়াইয়া

সকরুণ উপাখ্যান

প্রকাশিত: ২৩:৪৯, ৯ জুলাই ২০২০

সকরুণ উপাখ্যান

মধ্যবিত্ত শ্রেণী সমাজ ও দেশকে টিকিয়ে রাখতে অগ্রণী ভূমিকা রাখে। শুধু বাংলাদেশ নয়; পৃথিবীর যে কোন দেশের মধ্যবিত্ত শ্রেণীরই দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান। কিন্তু দুঃখের বিষয় করোনাকালীন এই মহামারী লগ্নে সমাজের মধ্যবিত্ত শ্রেণীই রয়েছে দুঃসহনীয় কষ্টে। মধ্যবিত্ত শ্রেণীর বড় বৈশিষ্ট্য হচ্ছে ‘আত্মসম্মানবোধ’। তারা এটাকে সবচেয়ে বড় করে দেখেন। নিজের সমস্ত দুঃখ-কষ্টকে ভুলে গিয়ে অন্যের দুঃখে দুঃখিত হন। অন্যকে খাইয়েই বরং পান আনন্দ। নিজের শত দুর্বলতা থাকলেও তা অন্যের কাছে প্রকাশ করতে অনীহা দেখান। আর এর ফল তারা পান হাতেনাতে। সামাজিক ও বৈশি^ক মহামারী ও অভাব-অনটনে মধ্যবিত্ত শ্রেণীর জনগণকে নীরবে সব কিছু সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না। না পারেন অন্যের কাছে হাত পাততে আবার না পারেন ক্ষুধার জ¦ালা সইতে। যেহেতু তারা কষ্টের কথা প্রকাশ করাকে আত্মসম্মানবোধের জন্য হানিকর ভাবেন তাই কষ্টগুলো বুকের ভিতরে লুকিয়ে রেখে সকল প্রকার অনুদান পাওয়া থেকে বঞ্চিত থাকেন। সমাজ তাদের দুঃখ দেখে না; রাষ্ট্র তাদের সমস্যা অনুধাবন করে না। মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা শুধু নীরবে নিভৃতেই চোখের জল ফেলে। করোনাকালে মধ্যবিত্ত শ্রেণীর দুঃখের উপাখ্যান যেন বাড়ছেই। করোনার কারণে মধ্যবিত্তরা ঘরবন্দী হয়ে আছে; হাতে কাজ নেই। খাবার কষ্ট দেখা দিয়েছে। করোনাকালে বিত্তশালীদের অর্থনৈতিক কোন চিন্তা করতে হচ্ছে না। বরং এ ধরনের পরিস্থিতিতে করোনা সংক্রমণের আশঙ্কা ছাড়া তাদের আর কোন ভয় নেই। দরিদ্রদের রয়েছে সাহায্য পাবার নানাবিধ পথ। সরকারীভাবে দরিদ্রদের জন্য ত্রাণের ব্যবস্থা রয়েছে। কিন্তু মধ্যবিত্তের জন্য সে ব্যবস্থা নেই। মধ্যবিত্তরা লোকলজ্জার কারণে ত্রাণের লাইনে দাঁড়াতে কুণ্ঠিত হচ্ছেন। করোনার এই সময়ে মধ্যবিত্তরা নিজেদের সঞ্চিত অর্থ ভেঙ্গে জীবন ধারণ করছে। কিন্তু করোনার এই দীর্ঘস্থায়িত্ব মধ্যবিত্তকে দিনে দিনে চরম অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। জমানো অর্থ শেষের দিকে প্রায়; এরপরই মধ্যবিত্তের শুরু হবে অনাহারে অর্ধাহারে দিনযাপন। অনেক মধ্যবিত্তের দুর্বিষহ জীবন শুরু হয়ে গিয়েছে। করোনা পরবর্তীকালীন সময়েও এই মধ্যবিত্ত শ্রেণীকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে। মধ্যবিত্ত শ্রেণীই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়বে। উন্নত দেশগুলোতে না হয় বেকার ভাতা প্রদান করা হয় কিন্তু আমাদের দেশে যেহেতু এ ব্যবস্থা নেই তাই মধ্যবিত্ত শ্রেণী করোনা পরবর্তীকালে আবারও ভোগান্তির শিকার হবে। মধ্যবিত্ত বেকার শ্রেণী তখন কোথায় গিয়ে দাঁড়াবে? চাঁপাইনবাবগঞ্জ থেকে
×