ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্লান্তি ছাপিয়ে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ২১:১৬, ৩০ জুন ২০২০

ক্লান্তি ছাপিয়ে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনের ব্যবধানে খেলতে হয়েছে দু’টি ম্যাচ। যে কারণে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের মধ্যে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। শরীরটা ঠিকমতো কুলিয়ে উঠতে পারছিল না। এরপরও স্প্যানিশ লা লিগায় মহামূল্যবান জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। রিয়ালের জয়সূচক গোলদাতা নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকধাপ এগিয়ে গেছে রিয়াল। বর্তমানে ৩২টি করে ম্যাচ শেষে দলটির ভান্ডারে জমা সর্বোচ্চ ৭১ পয়েন্ট। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। এখন শিরোপার জন্য রিয়ালকে বাকি ছয় ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে অথবা পাঁচ জয়ের পাশাপাশি একটিতে ড্র করতে হবে। আজ রাতে ন্যু ক্যাম্প সফর করবে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। কোচ দিয়াগো সিমিওনের দল যদি এ ম্যাচে বার্সিলোনাকে রুখে দিতে পারে তাহলে শিরোপা জয়ের পথ আরও সহজ হবে রিয়ালের। এস্পানিওলের মাঠে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেললেও গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের ডিফেন্ডার বার্নাডো এস্পিনোসার দু’পায়ের ফাঁক দিয়ে করিম বেনজেমার বুদ্ধিদীপ্ত ব্যাক-হিল থেকে ৪৫ মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন কাসেমিরো। এই গোলে অবদান রেখে দারুণ রেকর্ড গড়েছেন ফরাসী ফরোয়ার্ড বেনজেমা। লা লিগার তৃতীয় ফুটবলার হিসেবে চলতি মৌসুমে গোল ও এ্যাসিস্টের ডাবল ফিগারে পৌঁছেছেন তিনি। অর্থাৎ ১০টির বেশি গোল ও এ্যাসিস্ট করেছেন। এই তালিকার বাকি দুই সদস্য বার্সিলোনার দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণাত্মক খেলতে থাকে এস্পানিওল। কিন্তু পাঁচটি দুর্দান্ত সেভে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান উচ্ছ্বসিত প্রর্শংসা করেন বেনজেমাকে। তিনি বলেন, আমাকে এটা অবাক করে না। বেনজেমা এমন এক খেলোয়াড় যে দারুণ সব সুযোগ সৃষ্টি করতে পারে। কাসেমিরোকে সে যে পাসটি দিয়েছে সেটা এককথায় অনবদ্য। এই পাস থেকে গোল করাটা খুবই সহজ। বিষয়টা বুঝতে পেরেছেন গোলদাতা কাসেমিরোও। তিনি তাই বলেন, বেনজেমা যা করেছে সেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। আমরা সবাই জানি তার এই গুণটার কথা। আমি তাকে জানি তিনি কিভাবে খেলেন। আমি ফাঁকায় বল চেয়েছিলাম এবং তার ব্যাকহিলটা অসাধারণ ছিল। এটা আসলে বেনজেমারই গোল। তবে এত প্রশংসার মাঝেও বেনজেমা অবশ্য নীরব। তিনি নিজের কাজটা করতে পেরেই খুশি। ফরাসী তারকা বলেন, এটা ভাল একটা মুভমেন্ট ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরপর যে গোলটা হয়েছে সেটা। কাসেমিরো ঠিকভাবে কাজটা করেছে। আমরা সবাই খুশি। আমি এভাবেই ফুটবলটা দেখি। আমি জানতাম কাসেমিরো আমার পেছনে আছে। বেনজেমা আরও বলেন, আমাদের তৃপ্ত হওয়ার কিছু নেই। এখনও অনেক কাজ বাকি।
×