ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধাসহ ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৫, ২৪ জুন ২০২০

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধাসহ ১১ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ জ্বর, সর্দিকাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে দেশে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় নারীসহ চারজন, ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাসহ দুজন, সিলেটে যুক্তরাজ্য প্রবাসী, ল²ীপুরে একজন, বাগেরহাটে ভ্যানচালক, নোয়াখালীর হাতিয়ায় পল্লী চিকিৎসক ও বরিশালে এক বৃদ্ধ রয়েছেন। সোমবার রাত ও মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তারা মারা যান। এদিকে বিভিন্ন স্থানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নতুন করে গাইবান্ধায় মহিলা ইন্সপেক্টরসহ পাঁচজন, নীলফামারীতে ১৭ স্বাস্থ্যকর্ম, গোপালগঞ্জে কোটালীপাড়া পৌর মেয়রসহ আট, হাতিয়ায় স্বাস্থ্য সহকারীসহ তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নড়াইলে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা পজিটিভ এসেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনায় করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন খুলনা মহানগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ের আব্দুল হাইয়ের স্ত্রী মরিয়ম (৫৬), বাবু খান রোডের বাসিন্দা পান্না ওয়াজেদ (৭০), টুটপাড়ার সুন্দরবন কলেজ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মহাসিন খোকন (৫৫) ও নড়াইল সদরের মহেশখোলা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে কাশেম শেখ (৩৬)। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান জানান, মরিয়ম মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে, পান্না ওয়াজেদ ভোর পাঁচটায়, মহাসিন খোকন সোমবার রাত ১১টায় এবং কাশেম শেখ সোমবার রাত পৌনে দুটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান। ঝালকাঠি \ ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসায় মোয়াজ্জেম হোসেন পাটোয়ারির (৬৭) মৃত্যু হয়। এদিকে একই দিন সকালে কাঁঠালিয়া উপজেলার জয়খালী গ্রামে রেনু বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সিলেট \ সিলেটে করোনা আক্রান্ত হয়ে এক যুক্তরাজ্য প্রবাসী মারা গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি নগরীর বাগবাড়ি এলাকায় বসবাস করতেন। প্রবাসী তখলিছ মিয়া (৬৫) মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাগেরহাট \ শরণখোলায় করোনার উপসর্গ নিয়ে শাহজালাল (২০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি কদমতলা গ্রামের সুজন ফকিরের ছেলে।
×