ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রাক উল্টে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ২৩:৪৭, ১৬ জুন ২০২০

নাটোরে ট্রাক উল্টে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জুন ॥ বড়াইগ্রামের বনপাড়ায় ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে ব্যাটারিচালিত ভ্যানের ওপর পড়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা ৪ বছরের শিশুকন্যা আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চকনুর গ্রামের খতিব শেখের ছেলে এবং গুনাইহাটি মসজিদের ইমাম আব্দুল ওহাব ও তার স্ত্রী স্বর্ণা বেগম। জানা গেছে, নাটোর থেকে পাবনাগামী তুষ বোঝাই একটি ট্রাক সড়কের গর্তে পড়ে সড়কে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে ভ্যানে থাকা আব্দুল ওহাব ও তার স্ত্রী স্বর্ণা বেগম বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় তাদের ৪ বছরের কন্যা শিশু উম্মে হাবিবা। চট্টগ্রামে মোটর বাইক আরোহী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত এই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫২)। সোমবার সকাল ১০টার দিকে সিটি গেটের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিএমপির আকবরশাহ থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া দেলোয়ার হোসেন ছিলেন মোটর বাইকের যাত্রী। গাজীপুরে নারী স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে সোমবার এক নারী নিহত হয়েছে। নিহতের নাম- ইয়াসমিন আক্তার (৩৫)। তিনি জামালপুর জেলা সদর থানার শিমলারহাট এলাকার মোঃ ফারুক হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া তালতলা এলাকায় থাকতেন ইয়াসমিন। তিনি সোমবার সকালে ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নড়াইলে শিশু নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, কালিয়া উপজেলার জয়পুর এলাকায় ইটবোঝাই ট্রলিচাপায় শিশু রমজান আলী (৮) নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা। রমজান জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। ট্রলিসহ চালক হাসান শেখকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার সকালে জয়পুর এলাকায় শিশু রমজান রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
×