ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ

প্রকাশিত: ২২:১৪, ৬ জুন ২০২০

কুমিল্লায় বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ৫ জুন ॥ কুমিল্লার তিতাস উপজেলায় বৃদ্ধাকে, স্বামী, মেয়ে ও মেয়ের জামাতা আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর গ্রামের কান্দাপাড়ায়। নিহত বৃদ্ধা ছেনোয়ারা (৫০) ওই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল খালেকের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল খালেক দুই মাস আগে ছুটিতে দেশে এসে স্ত্রীর কাছে টাকা ও স্বর্ণের হিসাব চায়, তখন স্ত্রী ছেনোয়ারা বলেন, তার মেয়ে রেহেনা ও তার স্বামী জসিমের কাছে ৫ লাখ টাকা এবং ১১ ভরি স্বর্ণ জমা রেখেছেন। এ কথা শুনে খালেক মেয়ের বাড়িতে যায় টাকা ও স্বর্ণ আনতে, তখন মেয়ে রেহেনা তার বাবাকে জানায়, আমাদের কাছে কোন টাকা এবং স্বর্ণ দেয়নি এবং তার (মার) চলাফেরা ভাল না। এতে খালেক ক্ষিপ্ত হয়ে মেয়ে রেহেনা ও মেয়ের জামাতা জসিম বাড়িতে এসে ছেনোয়ারাকে টাকা ও স্বর্ণের জন্য চাপ দিতে থাকে এবং একপর্যায় হাত-পা বেঁধে ভয়ও দেখানো হয় এবং আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকিও দেয়। বাকবিতন্ডার একপর্যায় রাত ১২টার সময় স্বামী খালেক, মেয়ে রেহেনা ও মেয়ের জামাতা জসিমের উপস্থিতিতে ছেনোয়ারা অগ্নিদগ্ধ হয়, এই ছবি ভিডিও কল দিয়ে কুয়েত প্রবাসী ছোট ভাইকে দেখায় মেয়ে রেহানা, এমনটিও জানায় এলাকাবাসী।
×