ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

* জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড

বিক্ষোভ অব্যাহত রাখতে ও পুলিশে সংস্কারের আহ্বান ওবামার

প্রকাশিত: ১০:৪৪, ৫ জুন ২০২০

বিক্ষোভ অব্যাহত রাখতে ও পুলিশে সংস্কারের আহ্বান ওবামার

অনলাইন ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিতে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। ওবামা আমেরিকায় পরিবর্তন আনতে বিক্ষোভ অব্যাহত রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান। তিনি পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানিয়েছেন। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই প্রথম ক্যামেরার সামনে বক্তব্য দিলেন ওবামা। এছাড়া ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলও ফ্লয়েড হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। —খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমসের। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, কিছু বিক্ষোভকারী হয়তো সহিংস আচরণ করছেন। বাকি সবাই ঠিক পথেই আছেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকার জন্ম হয়েছে প্রতিবাদের মধ্য দিয়ে, যা ‘আমেরিকান অভ্যুত্থান’ হিসেবে পরিচিত। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের নিজ বাড়ি থেকে নিজ আমলের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এইচ জুনিয়র ও মিনেসোটার মিনেয়াপোলিসের মানবাধিকার কর্মীদের গোলটেবিল বৈঠকে ভিডিও কনফারেন্সে ওবামা বিক্ষোভের মাধ্যমে ক্ষমতাসীনদের স্বস্তি কেড়ে নেওয়ার আহ্বান জানান। ওবামা ফাউন্ডেশন মূলত পুলিশের সংস্কারের দাবি নিয়ে এই আলোচনার আয়োজন করে। ওবামা বলেন, মার্টিন লুথার কিং জুনিয়র, চেজার চাভেজ এবং ম্যালকম দশমের মতো ব্যক্তিরা যুবক বয়সেই বিক্ষোভ করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাই বর্তমান যুবকরা বিক্ষোভের মাধ্যমে দেশে পরিবর্তন আনতে পারবেন বলে তিনি আশা করেন। এর মাধ্যমেই দেশের উন্নতি, মত প্রকাশের স্বাধীনতা এবং আদর্শ বজায় থাকবে বলে মন্তব্য করেন ওবামা। তিনি সব মার্কিন মেয়রদের বিক্ষোভে শক্তি প্রয়োগের বিষয়টি নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়ে বলেন, পুলিশের কিছু ইউনিয়ন ছাড়া সবাই সংস্কারের ব্যাপারে ইতিবাচক। পুলিশ বাহিনীতে সংস্কারের জন্য আটটি পদক্ষেপের কথা তুলে ধরে ওবামা বলেন, এর মাধ্যমে দেশে সহিংসতা কমবে। এদিকে লস অ্যাঞ্জেলসে ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল বলেন, ফ্লয়েডের জীবনও জীবন। এই হত্যাকাণ্ড খুবই হৃদয়বিদারক ঘটনা।
×