ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চীন থেকে চিকিৎসা সামগ্রী আনল বিমানবাহিনী

প্রকাশিত: ২১:৩০, ৫ জুন ২০২০

চীন থেকে চিকিৎসা সামগ্রী আনল বিমানবাহিনী

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানের মাধ্যমে পিপলস লিবারেশন আর্মি অব চায়নার প্রদত্ত বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে বুধবার দেশে আনা হয়েছে। দেশটি থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য ঐদিন সকালে বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে চীনের উদ্দেশে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ঢাকা ত্যাগ করে। মিশন সুসম্পন্ন করার জন্য বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। করোনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে চীনের সশস্ত্র বাহিনীর প্রস্তাবের প্রেক্ষিতে সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানের মাধ্যমে ডিসপোজেবল মেডিক্যাল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, মেডিক্যাল সার্জিক্যাল মাস্ক (কেএন৯৫), মেডিক্যাল প্রটেক্টিভ গগলসসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে এনেছে। -আইএসপিআর
×