ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ২১:২০, ৩১ মে ২০২০

ঝিনাইদহে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩০ মে ॥ ৬ বছরের শিশুপুত্রকে হত্যা করে আত্মহত্যা করেছে মা রিফা খাতুন (২৫)। শুক্রবার রাতে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে। রিফা খাতুন বাকোশপোতা গ্রামের মামুন হোসেনের স্ত্রী। শনিবার সকালে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, শুক্রবার রাতে শিশুপুত্র রিফাতকে সঙ্গে নিয়ে পিতা মামুন হোসেন ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে ছেলে রাব্বী বিছানায় নেই। ছেলেকে না পেয়ে সে বাড়ির লোকজনকে ডাক দেয়। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে দেখতে পায় ছেলে খাটের ওপর এবং স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছে। সেসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মা ও ছেলে দু’জনকেই মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শনিবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বিজয়নগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে। উপজেলার সেজামোড়া ও রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিপক্ষের হামলায় সেজামোড়া গ্রামের আহত ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পাহাড়পুর ইউপির সেজামোড়া গ্রামের আবু সামার ছেলে। পরিবারের সদস্যরা জানায়, গত ২৪ মে পূর্ব বিরোধ নিয়ে সেজামোড়া পূর্বপাড়া গ্রামের বাদল ভূঁইয়ার ছেলে কাউসার ভূঁইয়ার নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল নাসিরের ওপর হামলা চালায়। হামলায় তার দেহের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে উপজেলার রামপুরা বাজারে ১০ টাকার ছেঁড়া টাকা নিয়ে তর্কাতর্কির জের ধরে প্রতিপক্ষের হামলায় বাসুদেব নামের একজন নিহত হয়েছে। সে চান্দুরা ইউপির রসুলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক পরিতোষকে আটক করেছে। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে সুমন আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অধীন ক্যান্টনমেন্ট ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। সে সুনামগঞ্জ জেলার দোহালিয়া গ্রামের তাজির উদ্দিনের ছেলে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বের আলেখারচর এলাকার একটি হোটেলের কর্মচারী ছিল। ফেনী নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, ফেনী শহরের রামপুরে শনিবার সকালে সাগর নামে এক রখালকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেন পাটোয়ারীর গরুর খামারে দুর্বৃত্তরা হানা দেয়। উপর্যুপরি ছুরিকাঘাতে খামারের দায়িত্বে থাকা সাগরকে (২৬) খুন করে দুবৃত্তরা। তার বাড়ি নেত্রকোনা জেলায়। খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে পরদশর্ন করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজন নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে দাবি করছে নিহত যুবকের পরিবার। গত শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ১৬ দিন পর রাজনের মৃত্যু হয়। নিহত রাজন সোনারগাঁও উপজেলার আমগাঁও এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে। নিহতের মামা আলতাফ কাজী জানায়, রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকায় রাজনের মামার বাড়ি। রাজন সেখানেই থাকতেন। রাজন রূপসী এলাকায় একটি সমবায় সমিতি পরিচালনা করত। এ কারণে রূপসীর বিভিন্ন এলাকায় তার কিছু সমিতির গ্রাহক ছিল। কলাবাগান এলাকার একটি সংঘবদ্ধ মাদকব্যবসায়ী চক্র পেশা গোপন করে তার কাছ ঋণ নেয় বলে জানা যায়। এ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মাদকব্যবসায়ী চক্রটির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গত ১৩ মে সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোনের মাধ্যমে রাজন ডেকে নিয়ে ওই মাদকব্যবসায়ী চক্রটি তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা শব্দ শুনতে পেয়ে রাজনকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় লাইফ এইড হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাজনের শারিরিক অবস্থার অবনতি হলে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালে পাঠান। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×