ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ২৩:৫৭, ২২ মে ২০২০

গৃহকর্মী হত্যার দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ মে ॥ গৃহকর্মী মারুফা ধর্ষণ ও হত্যার দায়ে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার জেলা সদরে দু’দফা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নেত্রকোনার বিক্ষুব্ধ নাগরিক সমাজ ও সাধারণ ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এসব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঃ নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি দেব শঙ্কর সাহা রায়, ফাহিম রহমান খান পাঠান ও শুভ সরকার। তারা জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি পেশ করেন। এদিকে দুপুর একটায় বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেনঃ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, আজহারুল ইসলাম রানা ও শাকিল হাসান প্রমুখ।
×