ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাউফলে ঘরে ঢুকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৯:১২, ২৭ এপ্রিল ২০২০

 বাউফলে ঘরে ঢুকে  কলেজছাত্রকে  কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ এপ্রিল ॥ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঢুকে রেদোয়ান (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে তার অপর দুই ছোট ভাই আবদুল্লাহ (১৬) ও ফয়সালকে (৮)। শনিবার গভীর রাতে বাউফলের কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রেদোয়ানের বাবার নাম নুরুল হক সিকদার। নিহতের ভাবি রেশমা বেগম জানান, কয়েক দিন আগে তার সঙ্গে প্রতিবেশী আলম খানের স্ত্রী সাহিদা বেগমের ঝগড়াঝাটি হয়। এর জের ধরে ঘটনার দিন রাত আড়াইটার দিকে সাহিদা (৪০) বেগম ও তার ছেলে ইমরান (১৬) ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার তিন দেবর রেদোয়ান, আবদুল্লাহ ও ফয়সালকে এলাপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত বলে ঘোষণা করেন এবং তার অপর দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার সকাল ৯টার দিকে কালিশুরী কুমারখালী বাজারের কাছ থেকে সাহিদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে। বরিশালে আহত ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, গরু পাট খাওয়াকে কেন্দ্র করে সৌরভ খান (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রত্নপুর গ্রামের। জানা গেছে, প্রতিপক্ষের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত সৌরভ সন্তোষপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার হাফিজী শাখার ছাত্র ছিল। নিহত সৌরভের বাবা মনির খান জানান, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার, রুমি সিকদারের সঙ্গে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ক্ষেতের পাট গরুতে খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একই ঘটনায় আহত হয়েছেন মফছের সিকদার, আফছার সিকদার, সুজন সিকদার, শারিমন বেগম, সজীব সিকদার ও জলিল সিকদার। জয়পুরহাট নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, সদর উপজেলার ডালিমবা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বেলাল হোসেন রবিবার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহত বেলাল হোসেন সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ডালিম্বা গ্রামের সোলায়মান আলীর ছেলে। জয়পুরহাট সদর থানার ভারভাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, নিহত বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশী তার চাচাত ভাইদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শনিবার দুপুরে বেলাল হোসেন তার নিজ জমির ক্ষেতে যাওয়ার পথে প্রতিপক্ষের লাঠির আঘতে গুরুতর আহত হয়। প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। সিলেটে অজ্ঞাত লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে হাসপাতালের মূল গেটের বাইরে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তার বয়স প্রায় ৬০ বছর। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফটিকছড়িতে শিশু নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার পাইন্দং ইউনিয়নে দক্ষিণ পাইন্দং গ্রামে রবিবার বেলা ১১টার সময় দিহান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার হাজী আবুল হোসেন বাড়ির জনৈক দিদারুল আলমের পুত্র। সূত্রগুলো জানায়, লাশ উদ্ধারের এক ঘণ্টা আগে শিশুটি বাড়ির উঠানে খেলা করেছিল। এ সময় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে পড়লে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে নাড়িবুড়ি বের হওয়া কলাপাতা দিয়ে মোড়ানো অবস্থায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
×