ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা ছেড়েছেন ৪ হাজার ৪২২ বিদেশী

প্রকাশিত: ১২:১০, ২৪ এপ্রিল ২০২০

  পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা ছেড়েছেন  ৪ হাজার ৪২২  বিদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় এখন পর্যন্ত ৪ হাজার ৪২২ বিদেশী নাগরিক ঢাকা ছেড়েছেন। আর বিশেষ ব্যবস্থায় বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন ১ হাজার ৭৯৯ জন বাংলাদেশী নাগরিক। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশী নাগরিক যারা নিজ দেশে ফিরতে চান, তাদের সহায়তা অব্যাহত রেখেছে। একইভাবে বিদেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের নিজ দেশে ফেরাতেও কাজ করছে। ইতোমধ্যে বিশেষ ব্যবস্থায় ৪ হাজার ৪২২ বিদেশী নাগরিক ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভুটান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, রাশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, তুরস্ক প্রভৃতি দেশের নাগরিকরা ফিরে গেছেন। এদিকে বিশেষ ব্যবস্থায় বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন ১ হাজার ৭৯৯ জন বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে চীন, ভারত, নেপাল, ওমান, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়েছে। প্রবাসীরা করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন মিশনে চিকিৎসক পুল গঠন করা হয়েছে। হটলাইনও চালু করা হয়েছে। প্রবাসীদের দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। বাংলাদেশে থাকা বিদেশী নাগরিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। একইভাবে বিদেশে থাকা বাংলাদেশী নাগরিকরা সহযোগিতা যেন পান সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
×