ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাপের ছোবলে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:২১, ২৪ এপ্রিল ২০২০

সাপের ছোবলে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে সাপের ছোবলে শ্রাবন্তি আক্তার (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত শ্রাবন্তি ওই গ্রামের শহিদুল্লার মেয়ে। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, শ্রাবন্তিকে বুধবার বিকেলে তার বাড়িতে হঠাৎ একটি সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তার পরিবার দিনব্যাপী কবিরাজ দিয়ে তাকে ভাল করার চেষ্টা করে। অবস্থা খারাপ হলে রাত সাড়ে ৯ টায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ এপ্রিল ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভালুকা পৌরসভা এখন লকডাউনে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। যানবাহন চলাচলও অনেকটা বন্ধ। বিভিন্ন বেসরকারী ক্লিনিক-হাসপাতালও প্রায় বন্ধ হয়ে গেছে। ভালুকায় এসব অসুবিধার কথা চিন্তা করে ঘরে থাকা মানুষের জন্য বিনামূল্যে মুঠোফোনের মাধ্যমে জরুরী ‘টেলিমেডিসিন সেবা’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’। গত ২দিন যাবত এ সেবা প্রদান করে যাচ্ছেন চিকিৎসকরা। জরুরী এ টেলিমেডিসিন সেবার মধ্যে নবজাতক ও শিশু, গাইনি ও প্রসূতি, মেডিসিন এবং দন্ত রোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ১০জন চিকিৎসকের ফোন নম্বর সম্বলিত ব্যানার করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর ফলে ঘরে থেকেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা পরামর্শ পাচ্ছেন। যা সম্পূর্ণ বিনামূল্যে।
×