ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, ইটভাঁটায় থাকার নির্দেশ চেয়ারম্যানের

প্রকাশিত: ১০:২৬, ২১ এপ্রিল ২০২০

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, ইটভাঁটায় থাকার নির্দেশ চেয়ারম্যানের

সংবাদদাতা, সাভার, ২০ এপ্রিল ॥ ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফের পরিবারকে বাড়ি ছাড়তে বলে ইটভাঁটিতে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় এক চেয়ারম্যান! স্বাস্থ্য কমপ্লেক্সের মালি আজাহার অভিযোগ করে বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করি বলে স্থানীয় চেয়ারম্যান আহম্মদ হোসেন রবিবার বাড়ি ফেরার পর আমাকে বের হতে দিচ্ছে না। চেয়ারম্যান বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে যেন আমি ইটভাঁটিতে গিয়ে থাকি। এদিকে আমার বৃদ্ধ বাবা ও মা দুজনই হার্টের রোগী। তাদের ওষুধ কেনার জন্যও বাইরে বের হতে পারছি না। চেয়ারম্যানের কর্মীরা বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে পরিবারের সবাইকে অবরুদ্ধ করে রেখেছেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় সোমবার পর্যন্ত তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফও রয়েছেন।
×