ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের আত্মহত্যা

প্রকাশিত: ০৯:২৩, ৭ এপ্রিল ২০২০

করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের আত্মহত্যা

স্পোর্টস রিপোর্টার ॥ ভয়াবহ করোনাভাইরাস গোটা দুনিয়ার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। দিনকে দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মূর্তিমান আতঙ্ক হিসেবে এই ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন যাপনও আটকে দিয়েছে। এখন কেউ আক্রান্ত হলেই মৃত্যুভয় জেঁকে বসছে। তাই তো এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আত্মহত্যা করেছেন ফরাসী লীগ ওয়ানের ক্লাব রেইমসের ডাক্তার বের্নাড গঞ্জালেজ। ক্লাব কর্তৃপক্ষ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। গঞ্জালেজের এমন কাজে হতবাক পুরো রেইমস শহরবাসী। রেইমসের মেয়র আর্নাউড রোবিনেট আত্মহত্যার বিষয়ে জানান, তিনি ৬০ বছর বয়সী গঞ্জালেজের আত্মহত্যার ব্যাপারটি শুনেছেন। যিনি ক্লাবের হয়ে গত ২০ বছর ধরে কাজ করছেন। ডাক্তার গঞ্জালেজ একটি নোট রেখে গেছেন, যেখানে জানিয়েছেন তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। মেয়র আরও বলেন, এ মৃত্যুর ঘটনায় আমি হতবাক। কেননা আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। সে শুধু ডাক্তারই না। সে রেইমসের অনেক মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। সে তার মানবিকতা ও পেশাদারী গুণাগুণের জন্য পরিচিত ছিলেন। তাকে ফুটবল পরিবার মিস করবে এবং তার সঙ্গে যাদের যোগাযোগ ছিল। রেইমসের ক্লাব সভাপতি জেন-পিয়েরে সায়লট এমন খবরে ‘স্তব্ধ’। তিনি বলেন, এই মহামারী রেইমসের হৃদয়ে আঘাত করেছে। একজন সেরা ব্যক্তিত্ব ও ক্রীড়াঙ্গনের সেরা পেশাদারী একজনকে আমরা হারালাম।
×