ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিরপুরে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ গঠন

প্রকাশিত: ১০:১৪, ৫ এপ্রিল ২০২০

 মিরপুরে ‘করোনা  প্রতিরোধ  প্লাটুন’ গঠন

স্টাফ রিপোর্টার ॥ নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাগরিকদের ঘরে থাকার নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ গঠন করেছে ডিএমপির মিরপুর মডেল থানা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সরকারী নির্দেশ অমান্য করে বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘর থেকে বের হচ্ছেন। যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন। ফলে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে ভিন্নধর্মী এই ইউনিট গঠন করা হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, করোনার বিস্তার প্রতিরোধে আমাদের নিয়মিত টহল, ক্লোজ মনিটরিং ও বিভিন্ন রাস্তায় রোড ব্লক দিয়ে চেকপোস্ট কার্যক্রম চলছে। এসব কার্যক্রম চালাতে গিয়ে স্থানীয় পর্যায়ে দোকানপাট বন্ধ করা বা আড্ডা বন্ধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সে কারণেই স্থানীয়দের নিয়ে কিছু একটা গঠনের চিন্তা থেকে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।
×