ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্পেনে ১৩৭৮, যুক্তরাষ্ট্রে ২৮৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০২, ২২ মার্চ ২০২০

স্পেনে ১৩৭৮, যুক্তরাষ্ট্রে ২৮৮ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ১ হাজার ৫১৩। এর মধ্যে ১২ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৯৪ হাজার ৬২৫ জন। এদিকে করোনায় ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২৫। এছাড়া স্পেনে নতুন করে ৩২৪, ইরানে ১২৩, সিঙ্গাপুরে ২, আমিরাতে ২, মালয়েশিয়ায় ২ এবং পাকিস্তানে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জর্দানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি এবং পাকিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, সিএনএন, ইরনা, সৌদি প্রেস এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল আরাবিয়া, নিউইয়র্ক টাইমস, ডন, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। স্পেনে ১৩২৬ জনের মৃত্যু ॥ করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ স্পেনে নতুন করে আরও মৃত্যু হয়েছে ৩২৪ জনের। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৬ জনের। শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৫৫ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। স্পেনে মোট ২৪ হাজার ৯২৬ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ১২৫ জন সুস্থ হয়েছেন। ইরানে আরও ১২৩ জনের মৃত্যু ॥ নোভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে ইরানে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি শুক্রবার এ ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৪৩৩ জন ছিল বলে জানিয়েছিল, কিন্তু শনিবার দিনের মাঝামাঝি পর্যন্ত আরও ১২৩ জনের মৃত্যু হওয়ায় সংখ্যাটি দেড় হাজার ছাড়ায় বলে জানিয়েছে রয়টার্স। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা কিট আমদানি করতে পারছে না ইরান। যে কারণে প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সরকারী কর্মকর্তারা। সিঙ্গাপুরে প্রথমবারের মতো দুইজনের মৃত্যু ॥ সিঙ্গাপুরে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসে দুজনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে প্রথম দুজন মারা গেছেন, যাদের একজন ৭৫ বছর বয়সী সিঙ্গাপুরের নাগরিক এবং অন্যজন ৬৪ বছর বয়সী ইন্দোনেশিয়ার নাগরিক। প্রথম দিকে এ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিঙ্গাপুর। সেই সময় বিশ্ব স্বাস্থ্যসংস্থা করোনার লাগাম টানতে সিঙ্গাপুরের নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২৫২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ১৩১ জন এবং মারা গেছেন দুজন। আমিরাতে প্রথম দুইজনের মৃত্যু ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এদের মধ্যে একজন আরবীয় নাগরিক (৭৮), তিনি ইউরোপ থেকে আমিরাতে এসেছিলেন। অন্যজন এশিয়ান (৫৮)। তার হার্ট এ্যাটাক ছিল। এখন পর্যন্ত আমিরাতে করোনায় ১৪০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। মালয়েশিয়ায় আরও দুই জনের মৃত্যু ॥ মালয়েশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক ডাঃ নূর হিশাম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন। সবশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সারওয়াকের একই পরিবারের ৭৯ বছর বয়সী একজন মা ও তার ৪০ বছর বয়সী মেয়ে। তাদের মা-মেয়ে দুইজনই দীর্ঘদিন যাবত হৃদরোগ এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এদিকে নতুন করে আরও ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮৩ জনে। সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১৪ জন। ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা ॥ করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ভ্যাকসিন তৈরির ওইসব প্রকল্পের বিজ্ঞানীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই আবিষ্কৃত হবে কোভিড-১৯ প্রতিরোধের ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ২৭৬ ন॥ যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮২৩। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারী কার্যালয় ও বাসভবনও করোনার নাগাল থেকে বাঁচতে পারল না। প্রথমবারের মতো সেখানেও খোঁজ মিলেছে করোনা আক্রান্তের। এর মধ্য দিয়ে হোয়াইট হাউসও অনিরাপদ হয়ে উঠল। আক্রান্ত ব্যক্তি ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জর্দানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি ॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করেছে জর্ডান। শুক্রবার দেশটির সরকার জরুরী প্রয়োজন ছাড়া জনগণের চলাচল নিষিদ্ধ করে এই কার্ফু জারি করে। সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশটির স্থানীয় সময় শনিবার সকাল সাতটা থেকে শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জারি থাকবে। এছাড়া সিরিয়া, ইরাক, মিসর, ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করেছে জর্ডান। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে সব ধরনের বিমান চলাচল। জর্ডানে করোনায় আক্রান্ত ৮৪ জন। তবে এখনও সেখানে কারও মৃত্যু হয়নি। ইউরোপে নতুন করে ১৭ হাজার আক্রান্ত ॥ ইউরোপীয় দেশগুলোতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৫০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ অঞ্চলের দেশগুলোতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে এক লাখ চার হাজার ৫৯১ জনে দাঁড়াল। বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার প্রতিদিনের করোনা পরিস্থিতির প্রতিবেদনে একথা জানায়। এদিকে জার্মানিতে ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৬৬২। ভারতে আক্রান্ত বেড়ে ২৮৭ ॥ ভারতে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭। নতুন করে এই মহামারীর শিকার হয়েছেন আরও ৩৫ জন। শুক্রবার একদিনেই সর্বাধিক ৬৩ জনের করোনা আক্রান্তের সন্ধান মেলে। ২৮৭ জন করোনা আক্রান্তের মধ্যে মোট ৩৯ জন বিদেশী নাগরিক রয়েছেন, যার মধ্যে ইতালি থেকে আসা ১৭ জন, ফিলিপিন্সের ৩ জন, ব্রিটেনের ২ জন এবং কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১ জন করে নাগরিকের শরীরে মিলেছে করোনা সংক্রমণের প্রমাণ। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে করোনাভাইরাস আতঙ্কে কারাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে বন্দীরা। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কারাগারে এ সংঘর্ষে একজন নিহত ও আরও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। ইতালিতে মৃতদের গড় বয়স সাড়ে ৭৮ বছর ॥ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যায় সব দেশকে পিছনে ফেলেছে ইতালি। দুদিন আগে মৃত্যুর হিসাবে চীনকেও ছাড়িয়ে যায় ইউরোপের এ দেশটি। শুক্রবার রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। ইতালিতে যারা করোনায় মারা গেছেন তাদের গড় বয়স সাড়ে ৭৮ বছর। চীনের ৫০ বছরের নিচে যাদের বয়স তাদের মধ্যে এ ভাইরাসে মৃত্যুহার ১ শতাংশের কিছু বেশি। তবে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় ১৫ শতাংশের জন্য এটা ছিল মারাত্মক। পাকিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ॥ করোনাভাইরাস ঠেকাতে পাকিস্তান দুই সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এদিকে দেশটিতে শনিবার তৃতীয় মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ছয় শ’ ছাড়িয়ে গেছে। এপ্রিলে ভেঙ্গে পড়বে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা ॥ ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা এপ্রিল মাসের শেষের দিকে ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এই আশঙ্কার কথা জানালেন। দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯১ ও মৃতের সংখ্যা ৭। এবার অস্ট্রেলিয়ায় নামাজে নির্দেশনা ॥ অস্ট্রেলিয়া সরকার করোনাভাইরাস মোকাবেলায় লোক সমাগমের ওপর বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে। সরকারী নিয়মে সিডনিতে যে কোন জনসমাগমে ইনডোরে ১০০ ও আউটডোরে ৫০০ জন পর্যন্ত থাকতে পারবে। অস্ট্রেলীয় সরকার সাধারণ মুসল্লিদের জন্য কিছু কিছু মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। এরমধ্যে সিডনির কেন্দ্রীয় ল্যাকান্বার বড় মসজিদও বন্ধ রয়েছে। তবে ল্যাকান্বার দারুল উলুম ও রকডেলের মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসী কেউ কেউ কমিউনিটি হলে ও গ্যারেজ জমায়েত হয়ে নামাজ আদায় করছে। এদিকে অস্ট্রেলিয়ার একটি সমুদ্রসৈকতে নির্ধারিত সীমার চেয়ে বেশি মানুষ জড়ো হওয়ায় সেটি বন্ধ করে দিয়েছে সিডনি পুলিশ।
×