ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উদ্ধার হয়নি চুরি যাওয়া স্কুলের ১৬ ল্যাপটপ

প্রকাশিত: ০৯:৩৫, ২০ মার্চ ২০২০

উদ্ধার হয়নি চুরি যাওয়া স্কুলের ১৬ ল্যাপটপ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ মার্চ ॥ কলমাকান্দা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৬টি ল্যাপটপ তিন সপ্তাহেও উদ্ধার হয়নি। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার কৈলাটি গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়। সংঘবদ্ধ চোরেরা কক্ষের গ্রিল ভেঙ্গে ল্যাপটপগুলো নিয়ে যায়। এ ব্যাপারে পরদিন বিকেলে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে কলমাকান্দা থানায় চুরির মামলা দায়ের করেন। কিন্তু চুরি হওয়ার পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ল্যাপটপগুলো উদ্ধার করতে পারেনি স্থানীয় থানা পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম খান বলেন, এ ঘটনায় রুবেল মিয়া নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই চুরির রহস্য উদঘাটন হবে। মুক্তিযোদ্ধাদের নামফলক উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৯ মার্চ ॥ নড়াইলে ১৯৭১ সালের বৃহত্তর যশোর অঞ্চলের প্রথম অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্য ও সাহায্যকারীদের নামফলকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদরের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া-গাবতলা বাসস্ট্যান্ডে ২শ’ জনের এ ক্যাম্পের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা শরীফ হুমাউন কবীর। এ উপলক্ষে এক অনুষ্ঠানে চাঁচড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাইফ হাফিজুর রহমান খোকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন, চাঁচড়া অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্য রোকন মোল্লা, মোঃ লিপু, মোঃ খালিদ প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের মার্চ-এপ্রিলে চাঁচড়া-গাবতলায় বৃহত্তর যশোর অঞ্চলের প্রথম অস্থায়ী ক্যাম্প স্থপন করা হয়েছিল। এখানে জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়ে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন। বগুড়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার তিন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ বৃহস্পতিবার পুলিশ আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এছাড়া বুধবার রাতে অপর এক অভিযানে শহরের বারপুর মোড় থেকে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ মতিয়ার রহমান (৩৩) ও রয়েল ইসলাম (২৪) নামে দুই ব্যক্তিকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
×