ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:৫১, ১৫ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দলের নেতারা সর্বস্তরের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি করোনা মোকাবেলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। এ ছাড়াও শনিবার দুপুরে ফার্মগেট এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সময় শাহবাগ মোড়ে সাধারণ নাগরিকদের মধ্যে করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বেশ ক’জন চিকিৎসক। দুপুরে গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের সামনে যুবদলের কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা এস এম জাহাঙ্গীর প্রমুখ। প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, করোনা মোকাবেলায় এখনও সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাই আমরা সরকারকে আহ্বান জানাব কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকে বসে জাতি যে দুর্যোগের মধ্যে আছে তা মোকাবেলার ব্যবস্থা করতে। দুদু বলেন, আমরা মনে করি দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া যদি নির্বাচন করতেন এবং সে নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে তিনি জিতে যেতেন। তাই আমরা সরকারকে আহ্বান জানাব তাঁকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকে বসে করোনা মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুদু বলেন, ভাইরাস এখনো সারাদেশে ছড়িয়ে পড়েনি। তাই এক সপ্তাহর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে পর্যবেক্ষণ করা হোক।
×