ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ০৯:১৯, ১৫ মার্চ ২০২০

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর কাকডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে মংলাগামী বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় শিশু ও দুই নারীসহ ৬ জন নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থালে তিনজন মারা যান। এর মধ্যে ৪ মাসের শিশু রাফিজা। সে মাদারীপুরের লিয়াকত হোসেনের কন্যা। আহত ২৫ জনের মধ্যে সাতজনের অবস্থা অশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর দুঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বরিশালের উদ্দেশে যাওয়ার পথে রাজিব পরিবহন কাকডাঙ্গা নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে মারা যায় শিশুসহ আরও দুজন। এরমধ্যে ৪ মাসের শিশু রাফিজা। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার ও আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। মানিকগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, হরিরামপুরে কাঠবোঝাই ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে লিটন প্রামাণিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে কৌড়ি আলমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আফছার প্রামাণিকের ছেলে। হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ভোরে মানিকগঞ্জগামী অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালকসহ তিন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরে লিটনের মৃত্যু হয়। লিটন গাজীপুরের একটি গার্মেন্টে চাকরি করতেন। ছুটি শেষে আজ তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। পাবনায় শিশু নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাকায় পিষ্ট হয়ে পলাশ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি গ্রামের সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত পলাশ গ্রামের রেজাউল করিমের ছেলে। সকালে বাড়ির সামনে খেলারত অবস্থায় পলাশকে কুকুর তাড়া করলে সে দৌড়ে রাস্তা পার হতে নেয়। এ সময় অষ্টমনিষা থেকে ভাঙ্গুড়া অভিমুখী শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পলাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার কিছুক্ষণ পর পলাশের মৃত্যু ঘটে। গাইবান্ধায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে পৌরশহরের কালুগাড়ী পানহাটী এলাকায় শনিবার সকালে স্যালোইঞ্জিন চালিত ট্রলিচাপায় সেকেন্দার আলী (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত পান ব্যবসায়ী সেকেন্দার আলী সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল গাছুর পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্দার আরী পান বিক্রির জন্য পলাশবাড়ী পানহাটে আসে। এ সময় রাস্তা পারাপারের সময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীমুখী মাটিবাহী একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরায় গৃহবধূ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ভোমরা স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাবিত্রী রানী দাস (৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী ও ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গা পদ দাসের মেয়ে। স্থানীয়রা জানান, সাবিত্রী রানী তার বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যান যোগে স্বামীর বাড়ি সাতক্ষীরা শহরের রাজারবাগান যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের তিন নম্বর গেটের কাছে পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাবিত্রী রানী সড়কের ওপর পড়ে ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
×