ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বনানীর বারে ব্যবসায়ীর মৃত্যু, জড়িত সন্দেহে আটক ১

প্রকাশিত: ১১:৪৩, ১৪ মার্চ ২০২০

বনানীর বারে ব্যবসায়ীর মৃত্যু, জড়িত সন্দেহে আটক ১

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনানীর সুইট ড্রিম বারে মারামারিতে শেহজাদ খান নামের এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। হত্যাকা-ে জড়িত অন্যদের শনাক্ত করার পাশাপাশি তাদের আটকের চেষ্টা চলছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছেন। হত্যাকা-ে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। ইতোমধ্যেই একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হত্যাকা-ের সঙ্গে কতটুকু জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক-লরি সংঘর্ষে ফুটপাথে ঘুমন্ত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে একটি বাহন ফুটপাথে উঠে গিয়ে ঘুমন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে মহাখালীতে একটি পেট্রলপাম্পে অগ্নিকা-ে একজন দগ্ধ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার ভোরে বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে একটি বাহন ফুটপাথে উঠে গিয়ে ঘুমন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ভোরের দিকে বাংলামোটর জহুরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাথে ঘুমিয়ে ছিলেন অজ্ঞাত (২৫) এক যুবক। এ সময় সড়কে বেপরোয়া গতির একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লরিটি ফুটপাথে উঠে গিয়ে সেখানে ঘুমিয়ে থাকা ওই যুবকের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন ওই যুবক।
×