ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হতাশায় নেতাকর্মীরা

বিলুপ্তির এক বছরেও কমিটি হয়নি জবি ছাত্রলীগে

প্রকাশিত: ১১:৪২, ১৪ মার্চ ২০২০

বিলুপ্তির এক বছরেও কমিটি হয়নি জবি ছাত্রলীগে

জবি সংবাদদাতা ॥ জাতীয় পর্যায়ের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়েও বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ‘সুপার ইউনিট’ হিসেবে খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে প্রায় এক বছর আগে। এরপর থেকে যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে ব্যর্থতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পদে আকস্মিক নেতা বদলির কারণে এতদিন ছাত্রলীগের এই ইউনিটের কমিটি গঠন করা সম্ভব হয়নি। এতে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে নেতাকর্মীরা হয়ে পড়েছেন বিভিন্ন গ্রুপে বিভক্ত। তাই কমিটি বিলুপ্তির প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও কোনও কমিটি হয়নি জবি শাখা ছাত্রলীগের। বিলুপ্তির পর গত বছরের ২০ জুলাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। জবির সম্মেলনকে ঘিরে দেখা দেয় নানা বিতর্ক। তুচ্ছ ঘটনায় কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সম্মেলন করা। সম্মেলনের দিন নির্দিষ্ট সময়ে কার্যক্রম শুরু না করা, সম্মেলনে অতিথিদের বসিয়ে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেরি করে আসা। এর মাঝে ঘটে যায় ছাত্রলীগের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওয়াসী নামের এক কর্মীর ‘জয় বাংলা’ স্লোগান (বর্তমানে যা জাতীয় সেøাগান) দিতে দিতে মৃত্যু হয় সম্মেলন মাঠেই। সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন নিয়ে অসঙ্গতি প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে।
×