ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে কুপিয়ে স্বর্ণ ও টাকা লুট

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত: ১১:৩৫, ১৩ মার্চ ২০২০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এদিকে মিরপুরে একটি বাসায় ঢুকে দুর্বৃত্তরা এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। অন্যদিকে পুরান ঢাকার সূত্রাপুরে বিপুল পরিমাণ দেশীয় মদসহ ১১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত (৪৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিব্বত এলাকার একটি টিভি চ্যানেলের সামনের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই পথচারী। এ সময় দুই বাস প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় তিনি দুই বাসের মাঝে চাপা পড়েন। এদিকে বুধবার গভীর রাতে রাজধানীর ফার্মগেট এলাকার বিজ্ঞান কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) নামে এ্যাপভিত্তিক এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে। পথচারী আবুল কাশেম জানান, মোস্তফা মোটরসাইকেলে একাই ছিলেন। এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট রাজধানীর মিরপুরে একটি বাসায় ঢুকে জোবায়দা জালাল সামান্তা (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে। পরে গুরুতর আহত গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূর স্বামী মাহবুব হোসেন রানা জানান, মিরপুর এক নম্বরের সেকশনের ৫ নম্বর রোডের ৪ নম্বর বাসার পাঁচতলায় সপরিবারে থাকেন। তিনি মোহাম্মদপুরে একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে ২ থেকে ৩ জন যুবক কলিংবেল টিপে জোরপূর্বক তার বাসার ভেতর ঢুকে পড়ে। এ সময় সামান্তা একাই বাসায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামান্তাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত সামান্তার গলায়, দুই হাতে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিপুল পরিমাণ দেশীয় মদসহ ১১জন গ্রেফতার পুরান ঢাকার সূত্রাপুরে বিপুল পরিমাণ দেশীয় মদসহ ১১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আব্দুর রব জুয়েল (৪৬), ইকবাল করিম (৪২), গৌর শংকর চন্দ্র দাশ (৩৫), ইউসুফ (৫২), মিঠুন বড়ুয়া (২৮), বাবু ব্যাপারী (৪৭), দুলাল জমাদ্দার (২৭), মাহাবুব হাওলাদার (২২), জাহাঙ্গীর আলম (৫২)সহ আরও দু’জন। এ সময় তাদের কাছ থেকে ১২৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। র‌্যাব-৩ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানাধীন আর এম দাস রোডের ২৪ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। সুপ্রীমকোর্ট বারের ভোট গ্রহণ শেষ স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ বর্ষের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এ দুদিনে মোট ভোট পড়েছে ৫ হাজার ৯ শ’ ৪০টি। মোট ভোটার ছিল ৭ হাজার ৭ শ’ ৮১টি জন। বুধবার ভোট পড়েছিল ৩ হাজার ৩১টি আর বৃহস্পতিবার পড়েছে ২ হাজার ৯ শ’ ৯টি। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে মাঝখানে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দেয়া হয়। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৩১ জন। নির্বাচনে সরকার সমর্থক সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে এএম আমিন উদ্দিন, সহসভাপতি মোঃ মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মোঃ এনামুল হক, সহসম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক। সদস্য পদে মোঃ হুমায়ুন কবির, মোঃ কামরুজ্জামান, মোঃ সাফায়েত হোসেন (সজীব), মোঃ তারজেল হোসেন, মিন্টু কুমার ম-ল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির। বিএনপি সমর্থক নীল প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে জয়নুল আবেদীন, সহসভাপতি মোঃ আব্দুল জব্বার ভূঁইয়া ও মোঃ জালাল উদ্দিন, সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহসম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মোঃ শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন। এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সহসম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×