ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কী উষ্ণতা তীব্র শীতে

প্রকাশিত: ০৬:৪৯, ৬ মার্চ ২০২০

কী উষ্ণতা তীব্র শীতে

সূর্যালোকে উষ্ণতা মেলেনি অবয়বজুড়ে কোল্ড ইনজুরি কী উষ্ণতা পুষো তুমি- এই তীব্র শীতে রিরংসার উত্তাপে প্রতিটি রোমকূপ ভিজে উঠে চোখে রাত্রি নামে; তবু আঁখি পল্লবে অজস্র নক্ষত্র ফোটে রাত্রির গভীরতা ভেদ করে স্বর্গীয় পাঠে অনাবৃত সমুদ্র আর নদীর জলে কল্লোল পুলকিত জল তরঙ্গের ঢেউ আছড়ে পড়ে চিলেকোঠায় দেহ মনে উষ্ণতা-শ্বাস-প্রশ্বাসে বারুদ জ্বলা তেজোময়তা।
×