ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরফ হঠাৎ লাল

প্রকাশিত: ১০:৩৫, ২ মার্চ ২০২০

 বরফ হঠাৎ লাল

এ্যান্টার্কটিকা বরফের মহাদেশ হিসেবে পরিচিত। আর বরফ দেখতে সাদা সবাই জানে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ঘিরে প্রশ্ন জেগেছে। ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের বরফ। দেখে মনে হবে যেন বরফে রক্তের ছোপ লেগে আছে। ছবি দিয়ে ক্যাপশনে মাইক হুদেমা নামে এক ব্যক্তি টুইটারে বিরল ছবিগুলো শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, এ্যান্টার্কটিকা মহাদেশের চাঞ্চল্যকর লাল বরফের ছবি। বরফাচ্ছাদিত মহাদেশটির পানি দিন দিন উষ্ণ হয়েই চলেছে। এই লাল রঙের বরফ নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তনের অশুভ চিহ্ন। শুধু মাইক হুদেমাই নয়, ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় ফেসবুকে একই ধরনের কিছু ছবি শেয়ার করেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের বরফ দেখা যাচ্ছে এ্যান্টার্কটিকার গ্যালিন্ডেজ আইল্যান্ডে সাবেক ব্রিটিশ রিসার্চ স্টেশনের পাশে। বিজ্ঞানীরা বলছেন, ‘ক্ল্যামাইডোমোনাস নিভালিস’ নামে এক ধরনের আণুবীক্ষণিক শ্যাওলার কারণেই এই লাল রং দেখা যাচ্ছে বরফে। প্রবল ঠাণ্ডাতেও বেঁচে থাকতে পারে ওই শ্যাওলা। মূলত মেরু ও পার্বত্য অঞ্চলে ওই শ্যাওলা দেখা যায়। শ্যাওলার ক্লোরোপ্লাস্টে রয়েছে ‘ক্যারোটিনয়েড’। আর তার জেরেই এই লাল রং হয়।। -ইন্ডিয়া টুডে
×