ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত নিতে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের আহ্বান

প্রকাশিত: ১১:১১, ১ মার্চ ২০২০

রোহিঙ্গাদের ফেরত নিতে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ সবুজ প্রবৃদ্ধি ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধিকে প্রাধান্য দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার চায় নর্ডিক দেশগুলো। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংলাপে এ প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় তিন নর্ডিক দেশ ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা। নবায়নযোগ্য জ্বালানি থেকে সমুদ্র অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনসহ তাদের অগ্রাধিকারের খাতগুলো সম্পর্কেও তারা ধারণা দেন। বাধা অতিক্রম করে বাংলাদেশে বিনিয়োগ সহজীকরণের বিষয়গুলোও তুলে ধরেন এ তিন দেশের রাষ্ট্রদূত। খবর ওয়েবসাইটের।
×