ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জামিন জালিয়াতি চক্রের আরেক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২০

 জামিন জালিয়াতি চক্রের আরেক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পৃথক অভিযানে জামিন জালিয়াতি চক্রের আরও এক সদস্য ও জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত একজন গ্রেফতার হয়েছে। এ নিয়ে জামিন জালিয়াতি চক্রের চার পাঁচ সদস্য সিআইডির হাতে গ্রেফতার হলো। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা থেকে মাজেদুল ইসলাম (৪৫) নামের জামিন জালিয়াতি চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ। তার পিতার নাম মৃত আরশাদ আলী মন্ডল, বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাগপাড়া গ্রামে। গ্রেফতারকৃত মাজেদুল হাইকোর্টের জামিন জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মাজেদুল শাহবাগ থানায় দায়েরকৃত জামিন জালিয়াতি মামলার আসামি। তিনি আরও জানান, জামিন জালিয়াতির ঘটনায় সিআইডির একটি দল সম্প্রতি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এ্যাডভোকেট ঝর্ণা সাথীর সহকারী মোঃ হারু-রশিদ ওরফে হারুনকে গ্রেফতার করে। আদালতে হারুনের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সূত্রধরে ৪ ফেব্রুয়ারি ঢাকার সিআইডি পুলিশের ঢাকা মেট্রো-দক্ষিণ ইউনিটের একটি দল রংপুর জেলার পীরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে জামিন জালিয়াত চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন, তার অপর দুই সহযোগী এবিএম রায়হান ও মোঃ শামীম রেজাকে গ্রেফতার করে। মোবাইলে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা মঙ্গলবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনমিক ক্রাইম স্কোয়াডের একটি টিম ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে জিনের বাদশা পরিচয়ে বিকাশ একাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য জামিল হোসেন ওরফে আজিম হুজুরকে (৩০) গ্রেফতার করে।
×