ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে অপরিকল্পিত খাল খনন ॥ ভেঙ্গে পড়ছে সড়ক

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  মীরসরাইয়ে অপরিকল্পিত খাল খনন ॥ ভেঙ্গে পড়ছে সড়ক

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে অপরিকল্পিত খাল খননের কারণে খাল ঘেঁষে রাস্তার অনেক স্থান ধসে পড়ছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর খালের পাশ দিয়ে যাওয়া থেকে হাজীশ্বরাই সড়ক, দুর্গাপুর টু কালিতলের এনকে মজুদার সড়ক, বসির উল্ল্যাহ সুফি সড়কের খাল পাড় সড়ক ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। সড়কে ভাঙ্গনের কারণে ৭নং কাটাছড়া ও দুর্গাপুর এই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কিন্তু খালগুলো কাটতে গিয়ে খালের দুইপাশে তৈরি হওয়া সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না রাখায় বর্ষায় সড়কগুলো ভেঙ্গে খালে পড়ে যাবে। তাই খালের উন্নয়ন করতে গিয়ে সড়কের ক্ষতি হওয়ার দায় কার? দুর্গাপুর বাজার থেকে জর্নাদনপুর বাজার পর্যন্ত সড়ক পর্যন্ত সরজমিনে দেখা যায়, কার্পেটিং করা সড়ক বা ইট বসানো সড়কের পাশ ভেঙ্গে খালে পড়ে গেছে। এলাকার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কমান্ডার ইউছুুফ বলেন, এবারের শুষ্ক মৌসুমে সংস্কার করা না হলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকার জনার্দনপুর সড়কটির অবশিষ্ট অংশ ও আগামী বর্ষায় খালে বিলীন হয়ে যাবে বলে মনে করেন এলাকাবাসী । তেমুহানি বাজারের ব্যবসায়ী সাধন চন্দ্র শীল বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে স্কুল-মাদ্রাসা গাড়ি, যানবাহন, পিকআপ, সিএনজি চলাচল না হওয়ায় স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিয়নের উত্তর দুর্গাপুর, পশ্চিম দুর্গাপুর, তেমুহানি, কালুর দোকান, চৈতন্যার হাট, তেতৈইয়া, শিকার জনার্দনপুর চলাচলে জনগলের কষ্ট বেড়েছে।
×