ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পঙ্গপালের হানায় খাদ্য সঙ্কট

প্রকাশিত: ১০:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

  পঙ্গপালের হানায়  খাদ্য সঙ্কট

আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে মরুপতঙ্গ পঙ্গপাল। ধারণা করা হচ্ছে, ৩০ দেশে পঙ্গপাল ছড়িয়ে পড়তে পারে। বিশেষত পূর্ব আফ্রিকার ফসলের মৌসুমে ব্যাপক মাত্রায় পঙ্গপাল হানা দেয়ায় চরম খাদ্য সঙ্কটের আশঙ্কা করছে জাতিসংঘ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোতে পঙ্গপালের বসবাস। সেসব অঞ্চলে বছরে বৃষ্টিপাত হয় আট ইঞ্চিরও কম। গতবছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ‘হর্ন অব আফ্রিকার’ দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে চার শ’ ভাগ পর্যন্ত বেশি বৃষ্টিপাত হয়েছে। আফ্রিকার মরুঅঞ্চলে এমন বৃষ্টি পঙ্গপালের বংশবিস্তারের জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করেছে। পূর্ব আফ্রিকাজুড়ে বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। হর্ন অব আফ্রিকা খ্যাত ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়ায় খাদ্য নিরাপত্তা ও জীবিকা চরম হুমকির মুখে। বর্তমানে ইথিওপিয়া ও সোমালিয়ায় ঝাঁকে ঝাঁকে বাড়ছে পঙ্গপাল। এখন কেনিয়ার দক্ষিণ-পশ্চিম, উগান্ডার উত্তর-পূর্বের দুই শ’ কিলোমিটার ও দক্ষিণ সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হানা দিচ্ছে পঙ্গপাল। বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য সংগ্রহ মৌসুম চলছে। পঙ্গপালের কারণে পর্যাপ্ত খাবার সংগ্রহ করা যাচ্ছে না। নতুন ধরনের পঙ্গপালের দশ লাখ পতঙ্গের একটি ঝাঁক একদিনে ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। এপ্রিলে পঙ্গপাল নতুন করে আরও বংশবৃদ্ধি করতে পারে। জার্মানভিত্তিক এক গবেষণায় বলা হয়েছে, পঙ্গপাল প্রতিদিন তাদের নিজেদের ভরের সমপরিমাণ খাবার খেতে পারে। -টেলিগ্রাফ
×