ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে তিন মোবাইল শোরুমে অগ্নিকান্ড

প্রকাশিত: ১০:০০, ১০ ফেব্রুয়ারি ২০২০

 রাজশাহীতে তিন মোবাইল শোরুমে  অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর রানীবাজার অলকার মোড় এলাকার তিনটি মোবাইলফোন বিক্রির শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাজশাহীর ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে অলকার মোড় এলাকার রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের পাশে তিনটি মোবাইলের দোকানের মধ্যে ভিভো, মটোরোলা ও অন্য একটি মোবাইল ফোন বিক্রির দোকানে আগুন লাগে। এতে দোকানের ভেতরের বেশ কিছু মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান খোলার পর হ্যালো রাজশাহী টু নামের একটি দোকানে কর্মচারী ফয়সাল ইসলাম বিদ্যুতের মেইন সুইচ চালু করলে আগুন ধরে যায়। এতে ফয়সাল নিজেও দগ্ধ হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেই ভিভো ও মটোরোলা মোবাইল ফোনের শো-রুমে আগুন ছড়িয়ে পড়ে। লাকসাম নিজস্ব সংবাদদাতা লাকসাম, কুমিল্লা জানান, লাকসামে অগ্নিকান্ডে ২টি মার্কেটে ১৮ দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টায় উত্তরদা ইউনিয়নের আতাকরা বাজারে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লাকসাম উত্তরদা ইউনিয়নের আতাকরা বাজারে অগ্নিকান্ডে মরহুম রব সুপার মার্কেটে আবুল কালামের চা দোকান, জসিম ভ্যারাটিজ স্টোর, হাফেজ রবিউল টেইলার, শাহ আলম ফার্নিচার, মহিন উদ্দিন ওয়ার্কসপ, দেলোয়ারের দোকান, শাহিন ভ্যারাইটিজ স্টোর, আলী ডোকেরেটর, ডাঃ ফয়েজ হোমিও হলসহ ১০টি দোকান ও পাশর্^বর্র্তী আমান সুপার শপিং, লিটন টেইলার্স, মাস্টার লাইব্রেরি, নাছির টেইলার, মা-মনি ফার্মেসি, মহিন উদ্দিন কাপড়ের দোকান, রিপন মাইক সার্ভিসসহ ৮টি দোকানসহ ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। রাত ১০টায় বৈদ্যুতিক শর্টসার্র্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
×