ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিন ইটভাঁটিকে জরিমানা

প্রকাশিত: ১১:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

তিন ইটভাঁটিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ ফেব্রুয়ারি ॥ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩টি ইটভাঁটিকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে জেলার শৈলকুপা উপজেলায় এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত। উপজেলার বড়িয়া ইমরান ব্রিকসে অভিযান চালিয়ে ৫ লাখ, তমালতলা রবিন ব্রিকসে ৩ লাখ ও কামান্না থ্রি স্টার ব্রিকসে ২ লাখ টাকা জরিমানা করে। সর্বমোট ১০ লাখ জরিমানা আদায় করে। প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘বশেমুরকৃবি প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। গাজীপুরের এ বিশ^বিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতসমূহ ও এর প্রযুক্তি প্রদর্শনের জন্য গেটসংলগ্ন মাঠে স্থায়ীভাবে এ প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিভিন্ন ফসল ও প্রযুক্তিসমূহ সম্পর্কে জ্ঞান আহরণ ও শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীসহ আগত পরিদর্শকবৃন্দ বিশেষ উপকৃত হবেন। তিনি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের এ কার্যক্রম আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
×