ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১৪ মার্চ দ্বিতীয় বঙ্গবন্ধু ডাবল লাইন রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১১:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২০

১৪ মার্চ দ্বিতীয় বঙ্গবন্ধু ডাবল লাইন রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ ১৪ মার্চ যমুনা নদীর ওপর দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েলগেজ ডাবল লাইন রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনের ট্রিপ বাড়ানোর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন ও রেলের মহাপরিচালক শামসুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে যমুনা নদীর পাড়ে গিয়ে এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে। তবে এখনও তা ফাইনাল হয়নি। এরইমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে। জাপানী ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সেতুর কাজ করবে। মন্ত্রী বলেন, চলতি মাস থেকেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের ট্রিপ বাড়ছে। এতে দু’দেশের জনগণই উপকৃত হবেন। বাংলাদেশ-ভারতের মধ্যকার আরও নতুন দুটি ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে। এছাড়া রাজশাহীর মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে রাজশাহী থেকে শিয়ালদা পর্যন্ত আমরা নতুন ট্রেন চালু করতে চাই, কিন্তু ভারত চাইছে রাজশাহী থেকে হাওড়া পর্যন্ত।
×