ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফ্যাশন ডিজাইনার সাদিয়া রুপা

প্রকাশিত: ১৩:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

ফ্যাশন ডিজাইনার সাদিয়া রুপা

রং কার না ভাল লাগে? তবে এই ভাল লাগাকে শিল্পের পর্যায়ে নিয়ে যান হাতেগোনা কিছু মানুষ। বলছি এমন একজনের কথা যিনি ক্যানভাস হিসেবে নিয়েছেন পোশাককে। আর ভাল লাগা হিসেবে রংতুলি তো আছেই। শিক্ষানবিস ফ্যাশন ডিজাইনার থেকে সরাসরি মুম্বাইয়ের লাকমি ফ্যাশন উইকে অংশ নেন সাদিয়া রুপা। এ ছাড়াও আইএনআইএফডির লাকমি ইস্ট জোন জয় করে ২০১৮ সালেই নিজের দিকে আলো এনেছেন সাদিয়া। প্রায় সব জায়গায়ই তিনি পশ্চিমা পোশাকের সঙ্গে দেশীয় সংস্কৃতির মিথষ্ক্রিয়ায় এক অনবদ্য ফ্যাশন নির্মাণ করছেন। প্রাধান্য দিচ্ছেন দেশের রিক্সার আর্টকে। সাদিয়া রুপার সঙ্গে কথোপকথনে তার গল্প তুলে এনেছেন- সারতাজ আলীম ক্যারিয়ার শুরু করলেন কিভাবে? আমি চ্যানেল আইএ ফ্রিল্যান্স কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করি। ছোটবেলা থেকে এই দিকে আগ্রহের কারণেই ফ্যাশন নিয়ে কাজ করতে শুরু করি। বাংলাদেশ এবং ভারত থেকে পড়াশোনার সময়ই ক্যারিয়ারে প্রবেশ করি। ঠিক কি থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন? ভাল লাগত ছবি আঁকতে, রং করতে। আমার মনে পড়ে, আমি যখন স্কুল পড়ি তখন থেকেই আমার পোশাক আমি ডিজাইন করে পরতাম। সবাই প্রশংসা করত। বন্ধুদের আর ছোট ভাই-বোন এর ফ্যামিলি ডিজাইনার ছিলাম, বিষয়টা আমার খুব ভাল লাগত। এ ধরনের কাজ করতে ভালবাসতাম। এখানে আমি স্বাধীন। প্রতিবন্ধকতা কি কি ছিল? আমার পিতা-মাতা বলত ফ্যাশন ডিজাইনার মানে গড়ফবৎহ ঃধরষড়ৎ, তারা চাইত ঈঅ পড়ি। অপপড়ঁহঃরহম পড়ার সমান্তরালে আমি ফ্যাশন ডিজাইন পরেছি আর এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তবে এসবের মধ্য দিয়েই এগিয়ে চলেছি। তরুণদের জন্য পরামর্শ- তরুণ ডিজাইনারদের কাজের প্রতি ঢ়ধংংরড়হধঃব হতে হবে, প্রাকটিক্যালি কাজ জানাটা অত্যন্ত জরুরী এবং অন্য ডিজাইনারদের কাজকে সম্মান করতে হবে। কেমন বাংলাদেশ দেখতে চান? পোশাক শিল্প রফতানিতে বাংলাদেশকে প্রথম অবস্থানে দেখতে চাই। গার্মেন্টস শিল্পকে আরও উন্নত অবস্থানে দেখতে চাই। আপনার অর্জনগুলো- ইতোমধ্যে আমি বাংলাদেশের বেশকিছু প্রতিষ্ঠানের ডিজাইন করেছি। সাদা-কালোতে সিনিয়ির ডিজাইনার এবং সর্বশেষ পারটেক্সের রেড অরিজিনে head of designer-এর দায়িত্বে ছিলাম। ঘবি York fashion বিবশ-২০১৯-এ কস্টিউম ডিজাইনার খধশসল্ক খধঁহপযঢ়ধফ ঈযধসঢ়রড়হ-২০১৯-২০ বর্তমানে ওঘওঋউ, ওহফরধ থেকে গঝপ করছি- যেখানে আমাদের মেন্টর মানীষ মালহোত্রা স্যার। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২০ গঁসনধর-এ খধশসল্ক ঋধংযরড়হ ডববশ-এ অংশগ্রহণ করছি। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের রিক্সা আর্ট পোশাকে স্থাপন করেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। পাশাপাশি বাংলাদেশের রিক্সা আর্ট শিল্পের সংরক্ষণ এবং বিশ্বের মঞ্চে পরিচয় করতে চাই।
×