ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু মোকাবেলায় ওষুধ প্রশাসনের আগাম উদ্যোগ

প্রকাশিত: ১১:৪৪, ২১ জানুয়ারি ২০২০

 ডেঙ্গু মোকাবেলায় ওষুধ প্রশাসনের আগাম উদ্যোগ

আগামী মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ডেঙ্গু শনাক্তকরণ কিট ও ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মেডিক্যাল ডিভাইস, ডায়াগনস্টিক রিএজেন্ট এ্যান্ড ইকুইপমেন্টস উৎপাদন, আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিদের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে গত ১৩ জানুয়ারি বেলা ১১টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে-দেশে মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওএমসি হেলথ কেয়ার পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু শনাক্তকরণ কিট উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করবে। ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানিকারক প্রতিষ্ঠানসমূহ প্রতিটি কিটের ওষুধ প্রশাসন অধিদফতর হতে রেজিস্ট্রেশন ও মূল্য সনদ গ্রহণ করবে। উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত মূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিক্রি নিশ্চিত করবে। -বিজ্ঞপ্তি
×