ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৯, ১৫ জানুয়ারি ২০২০

নওগাঁয় অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ জানুয়ারি ॥ আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজ্জাদ চৌধুরী রিপনকে (৩৩) অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। গ্রেফতারকৃত রিপন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের পুত্র। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত রিপনের শরীর তল্লাশি করে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২ হাজার ২শ’ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। রিপন এলাকার মাদক কারবারি স্থানীয়রা জানায়। ব্রাহ্মণবাড়িয়ায় মাঠ থেকে নবজাতক উদ্ধার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলা শহরের পুনিয়াউট এলাকার একটি বালির মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ওই নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, শিশুটিকে একটি কাপড় দিয়ে মুড়িয়ে রাখা ছিল। কনকনে শীতে শিশুটি কুয়াশা ভেজা ছিল। শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার জন্ম হওয়ার পর রাতে তাকে ফেলে দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিচ্ছেন। ফরিদপুরে ফুটপাথ থেকে শতাধিক হকার উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ জানুয়ারি ॥ ফরিদপুরে ফুটপাথ থেকে শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকালে সকলের দোকানপাট সরিয়ে নিতে পারলেও মাটির নির্মিত হাড়িপাতিলসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে নিতে পারেননি দুই মৃৎশিল্পী। আদালত ওই দুই মৃৎশিল্পীর হাড়িপাতিল ভেঙ্গে চুরমার করে দেয়। ফরিদপুরে পৌরসভার তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ সজিব। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর পূর্ব পাড় থেকে শুরু করে আলীপুরের মোড়, জনতা ব্যাংকের মোড়, থানা রোড ও চকবাজার এলাকা থেকে ময়ড়া পট্টি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
×