ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ফিরিয়ে আনার তাগিদ বাদশার

প্রকাশিত: ০৯:৩৬, ১১ জানুয়ারি ২০২০

 শিক্ষা প্রতিষ্ঠানে  নৈতিকতা ফিরিয়ে  আনার তাগিদ  বাদশার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, দেশে উচ্চ শিক্ষার মান কমে গেছে। নৈতিকতারও অবক্ষয় হয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। শুক্রবার সকালে রাজশাহী নগরীর বারিন্দ মেডিক্যাল কলেজের এমবিবিএস নবম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাদশা বলেন, এখন আমরা প্রায়ই দেখতে পাই বিশ^বিদ্যালয়গুলোতে উপাচার্যের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবার আগে নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। এর পর শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। উপস্থিত ছিলেন বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিনও। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বি কে দাম। রাসায়নিক মুক্ত আম উপহার এদিকে নাগরিক সেবা আরও সহজতর করার পাশাপাশি মুজিববর্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আসছে মৌসুমে শতভাগ রাসায়নিক মুক্ত রাখা হবে রাজশাহীর আম। এ ব্যাপারে কঠোর নজরদারি করবে প্রশাসন। মুজিববর্ষ চলাকালীন আগামী মে মাস থেকে রাজশাহীর গাছ থেকে নামবে আম। তাই মুজিববর্ষে আমের মৌসুমে রাজশাহীর আম থাকবে শতভাগ রাসায়নিক মুক্ত। রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হক বিষয়টি জানিয়েছেন। মুজিববর্ষের ক্ষণগণনা শুরুর প্রাক্কালে শুক্রবার সকালে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। জেলা প্রশাসক বলেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেয়ার কারণে এমনিতেই রাজশাহীর আমে কোন ধরনের রাসায়নিক প্রয়োগের সুযোগ পান না চাষি। এবার মুজিববর্ষে বিষয়টি আরও ভালভাবে নজরে রাখা হবে। রাজশাহীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত মোঃ রহমাতুল্লাহ, রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
×