ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিক্রি করা মহাপাপ!

প্রকাশিত: ১১:১২, ৭ জানুয়ারি ২০২০

বিক্রি করা মহাপাপ!

দুধ দীর্ঘদিন ধরেই সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং খুবই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। বিশেষ করে শৈশব ও কৈশোরে। ওই বয়সে শারীরিক ও মানসিক বিকাশে দুধের গুরুত্ব অপরিসীম। এছাড়া দুধকে পবিত্র বলেও মনে করা হয়। যেজন্য বিভিন্ন উৎসবে এর নানাবিধ ব্যবহার রয়েছে। তবে ভারতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে দুধ বিক্রি করা মহাপাপ। আগ্রার তাজমহল থেকে দুই কিলোমিটার দূরে কুয়া খেদা গ্রামে এই অদ্ভুত নিয়ম এখনও অনুসরণ করা হয়। গ্রামটির বেশিরভাগ মানুষ গবাদিপশু পালনে জড়িত। বিস্ময়কর বিষয় হচ্ছে, কুয়া খেদা গ্রামের মানুষ দুধ বিক্রি করার অনুমতি নেই। গ্রামটির বাসিন্দারা দুধ বিক্রি বা ক্রয় করেন না। তাদের মতে, বহু বছর ধরে চলে আসা ওই নিয়ম ভাঙলে পাপ হবে। প্রচলিত রয়েছে যে, গ্রামের কোন বাসিন্দা যদি দুধ বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার পরিবারের সদস্যরা অনাকাক্সিক্ষত সমস্যার মুখোমুখি হবেন এবং মারাত্মক বিপদেও পড়তে পারেন। -টাইমস অব ইন্ডিয়া
×