ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন পর ফের চালু হলো ঢাকা মানচেস্টার ফ্লাইট

প্রকাশিত: ১০:১৪, ৬ জানুয়ারি ২০২০

 দীর্ঘদিন পর ফের চালু হলো ঢাকা মানচেস্টার ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ কোড শেয়ারিং করে খুব শীঘ্রই চালু করা সম্ভব হবে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট। তার আগে ম্যানচেস্টার থেকে টরেন্টোতে ফ্লাইট চালুর জোর প্রস্তুতি চলছে। এ ছাড়া জুয়াংঝু, চেন্নাই ও মুম্বাইয়ে চালু করা হবে বিমানের ফ্লাইট। রবিবার ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি। এ সময় তিনি বলেন, বিমানে আগামী চার মাসের মধ্যে কানাডার বোম্বারডিয়ার কোম্পানির আরও ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজ যোগ হবে। এ ছাড়া আরও দুটো ড্যাশ-৮ সস্তাদামে বিক্রি করার লিখিত প্রস্তাব দিয়েছে বোম্বারডিয়ার। সাংবাদিকদেরকে ব্রিফিং দেয়ার পর শুভ উদ্বোধন করা হয় ম্যানচেস্টারের প্রথম ফ্লাইট। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট। বিমানের নতুন কেনা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সোনার তরীর বাণিজ্যিক যাত্রা শুরু হলো। রবিবার ঢাকা থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ২৬৮ যাত্রী নিয়ে যাত্রা করে সোনার তরী। বিজি ০০৭ ফ্লাইটটি প্রায় ১০ ঘণ্টা ৫৫ মিনিট উড়ে ম্যানচেস্টার পৌঁছাবে সকালে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী হজরত শাহজালাল আšতর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইট উদ্বোধন করেন। এরপর ফ্লাইটটি ১২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা ছেড়ে যায়। তিনি বলেন-বিমানের সেবার মান বাড়াতে নতুন নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে। নতুন রুট চালু করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন- এক সময় বিমানে রুট বন্ধ হতে থাকে। আমরা নতুন নতুন রুট চালু করছি। বিমান মুনাফা করছে। ম্যানচেস্টার রুট চালু হলো। আগামীতে নিউইয়র্ক ও টরোন্টো রুটেও ফ্লাইট চালু করা হবে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আজকের দিনটি বিমানের জন্য অত্যন্ত আনন্দের। বিমাননসহ দেশীয় অন্যান্য এয়ারলাইন্সের বিকাশে সিভিল এভিয়েশান সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের এ্যাক্টিং হাইকমিশনার মি. কানবার হোসেইন বর বলেন- ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশী বসবাস করেন। এ রুটে বিমানের ফ্লাইট চালু হোক এটা তাদের অনেক দিনের আশা। যাত্রীদের চাহিদা বিবেচনা করেই এ রুটে ফ্লাইট চালু করা হলো। বিমান জানিয়েছে, ঢাকা-ম্যানচেস্টার রুটে সপ্তাহে তিন দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। এটি বিমানের ১৭তম। ২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়েছিল। নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। অনুষ্ঠানে চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) মোহাম্মদ ইনামুল বারী, এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মোঃ মোকাব্বির হোসেন, বেবিচকের সদস্য এয়ার কমডোর মোঃ খালিদ হোসেন, সদস্য (নিরাপত্তা) মোঃ শহীদুজ্জামান ফারুকী ও সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ ডিসেম্বর ‘সোনার তরী’ এবং গত ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে অবতরণ করে ‘অচিন পাখি’। উড়োজাহাজ দুটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে অত্যাধুনিক দুটি আকাশযান কেনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি এগুলোর নাম রাখেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৮টি। নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উড়োজাহাজ দুটির যাত্রা ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×