ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনশনের চতুর্থ দিন

খুলনায় শতাধিক পাটকল শ্রমিক অসুস্থ, ৯ জন হাসপাতালে

প্রকাশিত: ১১:০৩, ২ জানুয়ারি ২০২০

খুলনায় শতাধিক পাটকল শ্রমিক অসুস্থ, ৯ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচীর চতুর্থ দিন বুধবার পর্যন্ত তীব্র শীত ও ঠা-ায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নয়জনকে। অন্যদের অনশনস্থলে স্যালাইন দেয়া হচ্ছে। কয়েকজন শ্রমিক খালিশপুরের বেসরকারী ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনার সাতটি মিলে উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন অর্ধকোটি টাকার অধিক উৎপাদন ক্ষতি হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবার থেকে শ্রমিকদের সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানেরা অনশনে অংশ নেবে বলে নেতারা জানিয়েছেন। মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিকদের নিয়মিত মজুরি প্রদান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিলসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে শ্রমিকেরা দ্বিতীয় দফায় গত রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছেন। শ্রমিক নেতারা জানান, ১১ দফা দাবিতে এর আগে গত ১০ ডিসেম্বর খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা আমরণ অনশন কর্মসূচী শুরু করার তিন দিন পর ১৩ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন কর্মসূচী স্থগিত করা হয়। এরপর শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফা ত্রিপক্ষীয় বৈঠক হলেও দাবির ব্যাপারে কোন সুরাহা হয়নি। বরং আরও এক মাস সময় চাওয়া হয়। কিন্তু শ্রমিকরা আর কোন আশ্বাস ও প্রতিশ্রুতিতে ভরসা রাখতে না পারায় ২৯ ডিসেম্বর রবিবার দুপুরের পর থেকে পুনরায় অনশন কর্মসূচী শুরু করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মোঃ মুরাদ হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এবার কর্মসূচী স্থগিত অথবা প্রত্যাহার করা হবে না। তিনি জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইস্টার্ন জুট মিলে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, প্রচ- শীতে সড়কে আমরণ অনশন কর্মসূচী পালন করতে গিয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। কম-বেশি অসুস্থ হয়ে পড়া প্রায় ২শ’ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেয়া হচ্ছে। এছাড়া ব্লাড প্রেসার বেড়ে যাওয়া ও স্ট্রোকজনিত কারণে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নয়জনকে। পাটকল শ্রমিকদের অনশন প্রত্যাহারের আহ্বান খালিশপুর থানা আওয়ামী লীগ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলমান আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানা আওয়ামী লীগের জরুরী বিশেষ সভা থেকে এ আহ্বান জানানো হয়।
×