ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘রাবিতে নিয়োগে উৎকোচের দর কষাকষি চলছে’

প্রকাশিত: ০৯:৩০, ৩১ ডিসেম্বর ২০১৯

‘রাবিতে নিয়োগে উৎকোচের দর কষাকষি চলছে’

রাবি সংবাদদাতা ॥ ‘রাজশাহী বিশ^বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাণিজ্য যে হচ্ছে উপ-উপাচার্যের ফাঁস হওয়া ফোনালাপ তার প্রমাণ। ওই অডিও ক্লিপে স্পষ্ট বোঝা যাচ্ছে নিয়োগের জন্য উৎকোচের দরকষাকষি হচ্ছে। আমাদের প্রশ্ন, এই দরকষাকষিতে এখন রেট কত?’ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রশাসনের অপসারণ দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আওয়ামীপন্থী শিক্ষকরা এই মানববন্ধন পালন করেন। উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘দুর্নীতি আর কত করবেন, কন্যা আর জামাতাকে তো নিয়োগ দিলেন। এবার বন্ধ করুন অন্তত।’ মানববন্ধনে আরও বক্তব্য দেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি সুলতান উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াস হোসাইন, অধ্যাপক মজিবুল হক খান আজাদ, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা, অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।
×