ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দিল্লীতে হাড় কাঁপানো শীত, ১১৮ বছরে সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১২:৩৩, ২৯ ডিসেম্বর ২০১৯

দিল্লীতে হাড় কাঁপানো শীত, ১১৮ বছরে সর্বনিম্ন তাপমাত্রা

জনকণ্ঠ ডেস্ক ॥ ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস নিয়ে ১১৮ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লী। শনিবার দিল্লীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে সর্বনিম্ন। খবর এনডিটিভির। আবহাওয়া দফতরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড় কাঁপানো ঠান্ডায় পড়েছিল দিল্লী। কিন্তু এবার গত ১৪ ডিসেম্বর থেকে যে হারে ঠান্ডা পড়ছে তাতে দিল্লীর মানুষ ১১৮ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শীতলতম ডিসেম্বর দেখতে চলেছে বলেই প্রতীয়মান হচ্ছে। দিল্লীর আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার দিল্লীর তাপমাত্রা সকাল ৬টা ১০ মিনিটে ২.৪ ডিগ্রীতে নেমেছে। কিছু জায়গায় ১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ঘন কুয়াশায় দিল্লীর কিছু অংশ ঢাকা পড়ায় রেল, সড়কপথে যান চলাচল ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। কোনকিছু দেখা না যাওয়ার কারণে দিল্লী বিমানবন্দরে এখন পর্যন্ত চারটি বিমানের পথ ঘুরিয়ে দেয়া হয়েছে। এ বছর দিল্লীর তাপমাত্রা রোজই রেকর্ড ভাংছে। শুক্রবার দিল্লীর তাপমাত্রা এ মৌসুমে সর্বনিম্ন ৪.২ ডিগ্রী সেলসিয়াসে নামার পরদিনই শনিবার সেই রেকর্ড ভেঙ্গেছে। এদিন তাপমাত্রা ঠেকেছে হিমাঙ্কের কাছাকাছি। উত্তর-পশ্চিমের শীতল বাতাস অবাধে খুব নিচ দিয়ে বয়ে যাওয়ার কারণেই শীত বাড়ছে বলে অভিমত আবহাওয়া দফতরের।
×